Ajker Patrika

১৫০ শিশুকে দত্তক নিলেন তেলেগু অভিনেতা রাঘব

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ৪৮
১৫০ শিশুকে দত্তক নিলেন তেলেগু অভিনেতা রাঘব

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক রাঘব লরেন্স মানবিক কাজের জন্য আগে থেকেই প্রশংসিত। এবার ১৫০টি শিশুকে দত্তক নিয়ে আবারও মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। টুইটারে অভিনেতা নিজেই জানিয়েছেন শিশুদের দায়িত্ব নেওয়ার খবর।

টুইটারে দত্তক নেওয়া শিশুদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে রাঘব লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে একটি আনন্দের খবর ভাগ করতে চাই। আমি এই ১৫০ টি শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি রুধরান সিনেমার গান প্রকাশ উপলক্ষে। আপনাদের আশীর্বাদ চাই।’

অভিনেতার এই পোস্টের মন্তব্যের ঘর ভরে গেছে প্রশংসা ও শুভকামনায়। রাঘবের প্রশংসা করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আল্লু তাঁর প্রতিক্রিয়ায় রাঘবের এই মানবিক কাজের প্রতি সম্মান জানিয়েছেন। 

এর আগেও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন রাঘব। তাঁর দাতব্য প্রতিষ্ঠান লরেন্স চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সাহায্য করেছেন শিশু ও তরুণদের। যেসব শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদের দায়িত্ব নেন রাঘব। এ ছাড়া যেসব শিশুর হার্ট সার্জারির প্রয়োজন তাদেরও চিকিৎসার ব্যবস্থা করেন এ অভিনেতা।

রাঘব লরেন্সের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রুধরান’ মুক্তি পাবে ১৪ এপ্রিল। থ্রিলার ঘরানার এই ছবিতে রাঘবের বিপরীতে দেখা যাবে প্রিয়া ভবানী শংকরকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত