বিনোদন ডেস্ক
‘পুষ্পা টু’ নিয়ে দর্শকের উত্তেজনা আগে থেকেই ছিল। ভারতের বিভিন্ন রাজ্যে বড় আয়োজনের প্রচার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল আরও। যার ফলে প্রথম দিনেই বিশ্বজুড়ে ২৯৪ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে পুষ্পা টু সিনেমা। মাত্র তিন দিনে পার করে ৫ শ কোটির ঘর। আর এক হাজারের মাইলফলক পেরোয় ছয় দিনের মাথায়। ভারতীয় সিনেমায় এমন ঘটনা কমই ঘটেছে।
তবে সপ্তাহের মাঝ থেকে ভারতের বাজারে ধীরে ধীরে কমতে থাকে পুষ্পা টুর উন্মাদনা। চতুর্থ দিনে যেখানে ১৪১ কোটি ব্যবসা করেছিল, পঞ্চম দিনে সেটা নেমে আসে ৬৪ কোটিতে। এর পরের তিন দিন যথাক্রমে ৫১, ৪৩ ও ৩৭ কোটি রুপি কালেকশন হয়েছে। হঠাৎ কাহিনিতে আসে টুইস্ট। পুষ্পা টু মুক্তির ৯ম দিন শুক্রবার সকালে হায়দরাবাদের বাড়ি থেকে হঠাৎ গ্রেপ্তার হন আল্লু অর্জুন।
দিনভর তাঁকে নিয়ে চলে নানা নাটকীয়তা। প্রথমে নিম্ন আদালত তাঁকে ১৪ দিনের সাজা দেন। এক ঘণ্টার পরই উচ্চ আদালত থেকে জামিন পান আল্লু। কিন্তু মাঝরাত পর্যন্ত জামিনের অর্ডারের কপি জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনোয় রাতটুকু জেলেই কাটাতে হয় তাঁকে। পরদিন শনিবার সকালে বাড়ি ফেরেন সুপারস্টার। আল্লুর এই ঘটনাবহুল একদিন পুষ্পা টুর জন্য শাপেবর হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর থেকে বেড়েছে সিনেমার ব্যবসা। শনিবার হঠাৎই পুষ্পা টুর ব্যবসা ৭৬ শতাংশ বৃদ্ধি পায়।
রোববার মুক্তির ১১তম দিনে সিনেমাটি এনেছে ১০০ কোটি। সবমিলিয়ে কালেকশন ১৪০৯ কোটি রুপি। যে গতিতে বাড়ছে পুষ্পার দাপট, তাতে আশা করা হচ্ছে, দুই হাজার কোটির ঘর ছাড়িয়ে যাবে সুকুমার পরিচালিত সিনেমাটি।
আল্লু অর্জুনের এই গ্রেপ্তার নিয়ে আলোচনা সমালোচনা দুটোই আছে। এ গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা। রাজনীতির ময়দানেও বিষয়টি নিয়ে চলছে বাদানুবাদ। অন্যদিকে, অনেকের অভিযোগ, সিনেমার ব্যবসা বাড়ানোর জন্য সাজানো হয় সুপারস্টারের এই গ্রেপ্তারের ঘটনা। আল্লুর গ্রেপ্তার থেকে জামিন—যে গতিতে এগিয়েছে বিচার প্রক্রিয়া, তাতে এ সন্দেহ আরও তীব্র হয়েছে। ঘটনা যা-ই হোক, আল্লুর গ্রেপ্তার পুষ্পা টুর সাফল্যের পালে আরও হাওয়া দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
‘পুষ্পা টু’ নিয়ে দর্শকের উত্তেজনা আগে থেকেই ছিল। ভারতের বিভিন্ন রাজ্যে বড় আয়োজনের প্রচার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল আরও। যার ফলে প্রথম দিনেই বিশ্বজুড়ে ২৯৪ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে পুষ্পা টু সিনেমা। মাত্র তিন দিনে পার করে ৫ শ কোটির ঘর। আর এক হাজারের মাইলফলক পেরোয় ছয় দিনের মাথায়। ভারতীয় সিনেমায় এমন ঘটনা কমই ঘটেছে।
তবে সপ্তাহের মাঝ থেকে ভারতের বাজারে ধীরে ধীরে কমতে থাকে পুষ্পা টুর উন্মাদনা। চতুর্থ দিনে যেখানে ১৪১ কোটি ব্যবসা করেছিল, পঞ্চম দিনে সেটা নেমে আসে ৬৪ কোটিতে। এর পরের তিন দিন যথাক্রমে ৫১, ৪৩ ও ৩৭ কোটি রুপি কালেকশন হয়েছে। হঠাৎ কাহিনিতে আসে টুইস্ট। পুষ্পা টু মুক্তির ৯ম দিন শুক্রবার সকালে হায়দরাবাদের বাড়ি থেকে হঠাৎ গ্রেপ্তার হন আল্লু অর্জুন।
দিনভর তাঁকে নিয়ে চলে নানা নাটকীয়তা। প্রথমে নিম্ন আদালত তাঁকে ১৪ দিনের সাজা দেন। এক ঘণ্টার পরই উচ্চ আদালত থেকে জামিন পান আল্লু। কিন্তু মাঝরাত পর্যন্ত জামিনের অর্ডারের কপি জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনোয় রাতটুকু জেলেই কাটাতে হয় তাঁকে। পরদিন শনিবার সকালে বাড়ি ফেরেন সুপারস্টার। আল্লুর এই ঘটনাবহুল একদিন পুষ্পা টুর জন্য শাপেবর হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর থেকে বেড়েছে সিনেমার ব্যবসা। শনিবার হঠাৎই পুষ্পা টুর ব্যবসা ৭৬ শতাংশ বৃদ্ধি পায়।
রোববার মুক্তির ১১তম দিনে সিনেমাটি এনেছে ১০০ কোটি। সবমিলিয়ে কালেকশন ১৪০৯ কোটি রুপি। যে গতিতে বাড়ছে পুষ্পার দাপট, তাতে আশা করা হচ্ছে, দুই হাজার কোটির ঘর ছাড়িয়ে যাবে সুকুমার পরিচালিত সিনেমাটি।
আল্লু অর্জুনের এই গ্রেপ্তার নিয়ে আলোচনা সমালোচনা দুটোই আছে। এ গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা। রাজনীতির ময়দানেও বিষয়টি নিয়ে চলছে বাদানুবাদ। অন্যদিকে, অনেকের অভিযোগ, সিনেমার ব্যবসা বাড়ানোর জন্য সাজানো হয় সুপারস্টারের এই গ্রেপ্তারের ঘটনা। আল্লুর গ্রেপ্তার থেকে জামিন—যে গতিতে এগিয়েছে বিচার প্রক্রিয়া, তাতে এ সন্দেহ আরও তীব্র হয়েছে। ঘটনা যা-ই হোক, আল্লুর গ্রেপ্তার পুষ্পা টুর সাফল্যের পালে আরও হাওয়া দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৫ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে