বিনোদন ডেস্ক
সিনেমাপাগল দেশ ভারতে তারকাদের জন্মদিন পালন প্রায় উৎসবের আকার নেয়। বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে যেমন মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী, তেমনি দক্ষিণের তারকাদের জন্মদিনেও উদ্যাপনে কোনো খামতি রাখেন না সেখানের অনুরাগীরা।
গতকাল ২৩ জুলাই ছিল তামিল তারকা সুরিয়ার জন্মদিন। সাড়ম্বরে পালন করার পরিকল্পনা ছিল তাঁর অনুরাগীদের। সেখানেই ঘটল বিপত্তি, অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হলো তারকার দুই ভক্তের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে ঘটনাটি ঘটেছে। সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই উপলক্ষেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। সেই সময়েই বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃত দুই শিক্ষার্থীর নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।
পুলিশ জানিয়েছে, ব্যানারের একটি রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ শিক্ষার্থীর। দুই যুবকই সেখানের নরাসরাওপেটের কলেজের শিক্ষার্থী।
মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যা অভিযোগ এনেছেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর দাবি, কলেজে হাজার হাজার টাকা বেতন নেওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। তাঁর আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখে না কলেজ কর্তৃপক্ষ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম শোকবার্তা প্রকাশ্যে আসেনি।
সিনেমাপাগল দেশ ভারতে তারকাদের জন্মদিন পালন প্রায় উৎসবের আকার নেয়। বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে যেমন মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী, তেমনি দক্ষিণের তারকাদের জন্মদিনেও উদ্যাপনে কোনো খামতি রাখেন না সেখানের অনুরাগীরা।
গতকাল ২৩ জুলাই ছিল তামিল তারকা সুরিয়ার জন্মদিন। সাড়ম্বরে পালন করার পরিকল্পনা ছিল তাঁর অনুরাগীদের। সেখানেই ঘটল বিপত্তি, অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হলো তারকার দুই ভক্তের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে ঘটনাটি ঘটেছে। সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই উপলক্ষেই অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। সেই সময়েই বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃত দুই শিক্ষার্থীর নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।
পুলিশ জানিয়েছে, ব্যানারের একটি রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ শিক্ষার্থীর। দুই যুবকই সেখানের নরাসরাওপেটের কলেজের শিক্ষার্থী।
মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যা অভিযোগ এনেছেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর দাবি, কলেজে হাজার হাজার টাকা বেতন নেওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। তাঁর আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখে না কলেজ কর্তৃপক্ষ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম শোকবার্তা প্রকাশ্যে আসেনি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪ ঘণ্টা আগে