Ajker Patrika

টানা ষষ্ঠ ছবিতে দক্ষিণী তারকা বিজয়ের বাজিমাত, ২৫০ কোটির ক্লাবে ‘ভারিসু’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬: ৪৮
টানা ষষ্ঠ ছবিতে দক্ষিণী তারকা বিজয়ের বাজিমাত, ২৫০ কোটির ক্লাবে ‘ভারিসু’

দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

এখন পর্যন্ত হিসেব অনুযায়ী ১২ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট সংগ্রহ করেছে ২৫৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। 

সিনেমাটিতে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।

থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। ছবি: সংগৃহীত

‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী। 

থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। ছবি: সংগৃহীতথালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।

থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত