Ajker Patrika

হাজার কোটির ক্লাবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ১৮
হাজার কোটির ক্লাবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

একের পর এক রেকর্ড ভেঙে চলেছে কেজিএফ: চ্যাপ্টার টু’। এরই ধারাবাহিকতায় চতুর্থ সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ব্লকবাস্টার সিনেমাটি। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটিই প্রথম সিনেমা যেটি মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। 

ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ‘দঙ্গল’, ‘বাহুবলী টু’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ১ হাজার কোটি রুপির বেশি আয় করল। 

এদিকে হিন্দি ভার্সনেও রেকর্ড গড়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। হিন্দি বেল্টে ৩৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে ছবিটি। ফলে অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। 

হিন্দি বেল্টে ৩৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। 

বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত