Ajker Patrika

আইসিইউতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বালা

আইসিইউতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বালা

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বালাকে আইসিইউতে নেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভারতের কোচির এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লিভারে জটিলতার কারণে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালার অবস্থা স্থিতিশীল ছিল এবং তাঁকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অভিনেতার লিভার প্রতিস্থাপন করা হতে পারে। 

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বালাগতকাল মঙ্গলবার সকালে অভিনেতার সাবেক স্ত্রী ও গায়িকা অমরুতা সুরেশ এবং তাঁদের মেয়ে অবন্তিকা বালাকে দেখতে গিয়েছিলেন। অভিনেতা বালার ভাই ও জনপ্রিয় তামিল পরিচালক শিব এবং তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে অভিনেতার সঙ্গেই রয়েছেন। বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে দেখতে আসেন।

মালায়লাম এবং তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম বালা। বালাকে সর্বশেষ মালায়লাম সিনেমা ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন অনু পান্ডালম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। তুলেছে। অভিনেতার বালার হাতে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন ছবি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত