চলতি বছরের পুরোটা জুড়েই ছিল দক্ষিণের সিনেমার আধিপত্য। বক্স অফিস ছিল তাদেরই নিয়ন্ত্রণে। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ দুই মাস ধরে বক্স অফিসে রাজত্ব করছে।
‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় করেছে ৪০০ কোটি রুপিরও বেশি। এবার ‘কানতারা’ দেখে প্রশংসায় ভাসালেন বলিউড হৃতিক রোশন। টুইটারে ‘কানতারা’ ও ঋষভ শেঠির প্রশংসা করেছেন হৃতিক।
এই সিনেমা হৃতিককে শিহরিত করেছে। হৃতিক লেখেন, ‘এই ছবি থেকে অনেক কিছুই শিখেছি। সিনেমা বিষয়ে ঋষভের চিন্তাভাবনা অসাধারণ। তিনি যেমন নির্মাণ করেন, তাঁর অভিনয়ও তেমন দুর্দান্ত, তাঁর গল্প বলার ধরনও অসাধারণ। কানতারার অসাধারণ ক্লাইম্যাক্স আমাকে শিহরিত করেছে। আমি সম্মান জানাচ্ছি, পুরো টিমকে।’
কয়েক দিন আগেই সুপারস্টার রজনীকান্ত কন্নড় ভাষায় নির্মিত চলচ্চিত্রটি দেখে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি ঋষভ শেঠির প্রশংসা করেন এবং তাঁকে বাড়িতে নিমন্ত্রণ জানান। এ ছাড়া ‘কানতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রভাস থেকে শুরু করে ধানুশরা।
উল্লেখ্য, ঋষভ শেঠির পরিচালনায় ‘কানতারা’ গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘কানতারা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস।
চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেছেন—প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
চলতি বছরের পুরোটা জুড়েই ছিল দক্ষিণের সিনেমার আধিপত্য। বক্স অফিস ছিল তাদেরই নিয়ন্ত্রণে। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ দুই মাস ধরে বক্স অফিসে রাজত্ব করছে।
‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় করেছে ৪০০ কোটি রুপিরও বেশি। এবার ‘কানতারা’ দেখে প্রশংসায় ভাসালেন বলিউড হৃতিক রোশন। টুইটারে ‘কানতারা’ ও ঋষভ শেঠির প্রশংসা করেছেন হৃতিক।
এই সিনেমা হৃতিককে শিহরিত করেছে। হৃতিক লেখেন, ‘এই ছবি থেকে অনেক কিছুই শিখেছি। সিনেমা বিষয়ে ঋষভের চিন্তাভাবনা অসাধারণ। তিনি যেমন নির্মাণ করেন, তাঁর অভিনয়ও তেমন দুর্দান্ত, তাঁর গল্প বলার ধরনও অসাধারণ। কানতারার অসাধারণ ক্লাইম্যাক্স আমাকে শিহরিত করেছে। আমি সম্মান জানাচ্ছি, পুরো টিমকে।’
কয়েক দিন আগেই সুপারস্টার রজনীকান্ত কন্নড় ভাষায় নির্মিত চলচ্চিত্রটি দেখে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি ঋষভ শেঠির প্রশংসা করেন এবং তাঁকে বাড়িতে নিমন্ত্রণ জানান। এ ছাড়া ‘কানতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রভাস থেকে শুরু করে ধানুশরা।
উল্লেখ্য, ঋষভ শেঠির পরিচালনায় ‘কানতারা’ গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘কানতারা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস।
চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেছেন—প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
১ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
১ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।
১ ঘণ্টা আগেআশির দশকে আইরিশ পরিচালক ডিয়ারভা ওয়ালশ যখন ক্যারিয়ার শুরু করেন, তখন আয়ারল্যান্ডে কাজের সুযোগ ছিল খুবই কম। সেখানে তখন পরিচালক হতে চাওয়া ছিল কল্পনার মতো। তবে গত কয়েক বছরে চিত্রটা একেবারেই বদলে গেছে।
১ ঘণ্টা আগে