Ajker Patrika

অ্যালকোহলের নেশা আমার জীবনের সবচেয়ে বড় ভুল: রজনীকান্ত

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২: ১৮
অ্যালকোহলের নেশা আমার জীবনের সবচেয়ে বড় ভুল: রজনীকান্ত

শুধু শোবিজেই নয়, ভারতে রজনীকান্তের গ্রহণযোগ্যতা সব জায়গায়। তাঁর প্রতিটি নির্দেশনা দক্ষিণের মানুষদের কাছে শিরোধার্য। গত শুক্রবার তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জেলার’-এর অডিও প্রকাশনা অনুষ্ঠানে চেন্নাইয়ে নেহরু স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। সেখানেই নিজের ব্যক্তিগত কিছু বদঅভ্যাস নিয়ে অকপটে কথা বলেছেন রজনীকান্ত। ভক্তদের উদ্দেশে সেসব অভ্যাস বাদ দেওয়ার পরামর্শও দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রজনীকান্তের কথায় ‘আমার জীবনের বড় ভুলগুলোর মধ্যে অ্যালকোহল পান সব থেকে বড় ভুল ছিল।’

দক্ষিণী সুপারস্টার তাঁর অনুরাগীদের অ্যালকোহলের অপব্যবহার না করে দায়িত্বের সঙ্গে জীবনকে উপভোগ করতে বলেন। রজনীকান্ত বলেন, ‘আমার জীবনে অ্যালকোহল না থাকলে আমি সমাজের আরও সেবা করতাম। অ্যালকোহলের নেশা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

সুপারস্টার রজনীকান্তঅডিও প্রকাশনা অনুষ্ঠানে জেলার সিনেমা নিয়ে রজনীকান্ত বলেন, ‘জেলার সিনেমাটি পরিচালক নেলসন দিলীপকুমারের শেষ ছবি। তবে এই ছবি নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল পরিচালককে। আশা প্রকাশ করছি ছবিটি সাফল্য পাবে।’

‘জেলার’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান, মোহনলাল, শিবরাজকুমার, বসন্ত রবি এবং তামান্না। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। সান পিকচার্স প্রযোজিত, এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, যিনি রজনীর পেট্টার জন্যও মিউজিক বানিয়েছিলেন।

রজনীকান্তের পরবর্তী সিনেমা বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত