১৭ বছর বয়সে তেলেগু চলচ্চিত্র ‘উপেন্না’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল সিনেমাটি। এর সাফল্যের পরই পারিশ্রমিক বেড়ে যায় কৃতি শেঠির। ৬ লাখ রুপি থেকে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৬০ লাখ রুপিতে।
হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘সুপার–৩০’-এ তাঁর সংক্ষিপ্ত উপস্থিতির বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ ছাড়া তাঁর ক্যারিয়ারে রয়েছে ‘বাঙ্গারাজু’ ও ‘শ্যামা সিংহ রাে’ এর মতো বক্স অফিসের সফল সিনেমা।
২০২২ সালে এন লিঙ্গুসামি পরিচালিত তেলেগু ও তামিল ভাষায় নির্মিত সিনেমা ‘দ্য ওয়ারিয়র’- এ তিনি রাম পোথিনেনির বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া গত বছর এম এস রাজশেখর রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা ‘মাছেরলা নিয়োজকাভারগাম’- এ তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
গতকাল মুক্তি পেয়েছে কৃতির মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাস্টডি’র ট্রেলার। জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করা সিনেমাটি মুক্তি পাবে আগামী মে মাসের ১২ তারিখ।
সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। আরও অভিনয় করেছেন—অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর ও প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
কৃতি শেঠি ও নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
১৭ বছর বয়সে তেলেগু চলচ্চিত্র ‘উপেন্না’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল সিনেমাটি। এর সাফল্যের পরই পারিশ্রমিক বেড়ে যায় কৃতি শেঠির। ৬ লাখ রুপি থেকে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৬০ লাখ রুপিতে।
হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘সুপার–৩০’-এ তাঁর সংক্ষিপ্ত উপস্থিতির বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ ছাড়া তাঁর ক্যারিয়ারে রয়েছে ‘বাঙ্গারাজু’ ও ‘শ্যামা সিংহ রাে’ এর মতো বক্স অফিসের সফল সিনেমা।
২০২২ সালে এন লিঙ্গুসামি পরিচালিত তেলেগু ও তামিল ভাষায় নির্মিত সিনেমা ‘দ্য ওয়ারিয়র’- এ তিনি রাম পোথিনেনির বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া গত বছর এম এস রাজশেখর রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা ‘মাছেরলা নিয়োজকাভারগাম’- এ তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
গতকাল মুক্তি পেয়েছে কৃতির মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাস্টডি’র ট্রেলার। জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করা সিনেমাটি মুক্তি পাবে আগামী মে মাসের ১২ তারিখ।
সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। আরও অভিনয় করেছেন—অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর ও প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
কৃতি শেঠি ও নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে কাদামাটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ মিনিট আগেচোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৩ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১৪ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১৪ ঘণ্টা আগে