Ajker Patrika

এক সিনেমার সাফল্যেই কৃতি শেঠির পারিশ্রমিক বেড়ে যায় দশগুণ

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬: ৩২
এক সিনেমার সাফল্যেই কৃতি শেঠির পারিশ্রমিক বেড়ে যায় দশগুণ

১৭ বছর বয়সে তেলেগু চলচ্চিত্র ‘উপেন্না’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল সিনেমাটি। এর সাফল্যের পরই পারিশ্রমিক বেড়ে যায় কৃতি শেঠির। ৬ লাখ রুপি থেকে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৬০ লাখ রুপিতে।

হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘সুপার–৩০’-এ তাঁর সংক্ষিপ্ত উপস্থিতির বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ ছাড়া তাঁর ক্যারিয়ারে রয়েছে ‘বাঙ্গারাজু’ ও ‘শ্যামা সিংহ রাে’ এর মতো বক্স অফিসের সফল সিনেমা।

২০২২ সালে এন লিঙ্গুসামি পরিচালিত তেলেগু ও তামিল ভাষায় নির্মিত সিনেমা ‘দ্য ওয়ারিয়র’- এ তিনি রাম পোথিনেনির বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া গত বছর এম এস রাজশেখর রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা ‘মাছেরলা নিয়োজকাভারগাম’- এ তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন। 

তেলেগু অভিনেত্রী কৃতি শেঠিগতকাল মুক্তি পেয়েছে কৃতির মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাস্টডি’র ট্রেলার। জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করা সিনেমাটি মুক্তি পাবে আগামী মে মাসের ১২ তারিখ।

সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। আরও অভিনয় করেছেন—অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর ও প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।

তেলেগু অভিনেত্রী কৃতি শেঠিকৃতি শেঠি ও নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তেলেগু অভিনেত্রী কৃতি শেঠিতেলেগু অভিনেত্রী কৃতি শেঠিতেলেগু অভিনেত্রী কৃতি শেঠিতেলেগু অভিনেত্রী কৃতি শেঠিতেলেগু অভিনেত্রী কৃতি শেঠি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত