বিগ বাজেটের সিনেমা আদিপুরুষের নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারটিতে সীতা রূপে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননকে। সীতা নবমী উপলক্ষে সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে কৃতীর এই লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
পোস্টারটিতে অফ হোয়াইট রঙের শাড়ি ও গেরুয়া চাদরে দেখা গেছে কৃতীকে। তাঁর কপালে রয়েছে লাল টিপ আর সিঁথিতে চওড়া সিঁদুর। এভাবেই ‘আদিপুরুষ’ সিনেমায় নিজের লুক প্রকাশ্যে আনলেন কৃতী শ্যানন। এই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘অমর হে নাম, জয় সিয়া রাম।’
‘আদিপুরুষ’-এ প্রভাস ও সাইফ আলী খানের লুক কদিন আগেই সমালোচনার জন্ম দিয়েছিল। এবার কৃতীর লুকে নেটিজেনদের প্রশংসা নির্মাতাদের স্বস্তি দিতে পারে।
পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রভাসের পাশাপাশি সিনেমায় ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগ। আদিপুরুষ সিনেমায় অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে। আগামী ১৩ জুন নিউইয়র্কে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ‘আদিপুরুষ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্রটিতে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি পিছিয়ে গিয়েছিল। হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’।
বিগ বাজেটের সিনেমা আদিপুরুষের নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারটিতে সীতা রূপে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননকে। সীতা নবমী উপলক্ষে সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে কৃতীর এই লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
পোস্টারটিতে অফ হোয়াইট রঙের শাড়ি ও গেরুয়া চাদরে দেখা গেছে কৃতীকে। তাঁর কপালে রয়েছে লাল টিপ আর সিঁথিতে চওড়া সিঁদুর। এভাবেই ‘আদিপুরুষ’ সিনেমায় নিজের লুক প্রকাশ্যে আনলেন কৃতী শ্যানন। এই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘অমর হে নাম, জয় সিয়া রাম।’
‘আদিপুরুষ’-এ প্রভাস ও সাইফ আলী খানের লুক কদিন আগেই সমালোচনার জন্ম দিয়েছিল। এবার কৃতীর লুকে নেটিজেনদের প্রশংসা নির্মাতাদের স্বস্তি দিতে পারে।
পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রভাসের পাশাপাশি সিনেমায় ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগ। আদিপুরুষ সিনেমায় অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে। আগামী ১৩ জুন নিউইয়র্কে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ‘আদিপুরুষ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্রটিতে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি পিছিয়ে গিয়েছিল। হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে