ভারতীয় অভিনেত্রী ও মডেল রাশমিকা মান্দানা আজ তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারে ছয় বছর পার করছেন। ২০১৬ সালের আজকের এই দিনে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়। রাশমিকা অভিনীত ‘কিরিক পার্টি’ ছিল ওই বছর সবচেয়ে বেশি আয় করা কন্নড় সিনেমা। প্রথম ছবি থেকে সফলতার ধারা এখনও চলছে।
রাশমিকা মান্দানা কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দি ছবিতে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের ছয় বছর উদযাপন উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে টুইটারে রাশমিকা লেখেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি, আমি আমার জীবনে আপনাদের সবাইকে পেয়ে কৃতজ্ঞ। আমি আপনাদের ভালোবাসি। ধন্যবাদ।’
কন্নড় ও তেলুগু চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের অন্যতম কর্ণাটকের এই অভিনেত্রী। কমরেড, সুলতানের পর পুষ্পার মতো দর্শক মাতানো চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছেন।
মডেল হিসাবে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ওই বছর তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। ২০১৬ সালে ব্যাঙ্গালোরের লামোড টপ মডেল হান্টে ‘টিভিসি’ খেতাব পান। সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়।
‘চলো’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন রাশমিকা। এই বছর তিনি আরো দুটি তেলুগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন। ২০২০ সালে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করা তাঁর তেলুগু সিনেমা ‘সারিলেরু নেকেভভারু’ সবচেয়ে বেশি আয় করা তেলুগু সিনেমার অন্যতম।
‘সুলতান’ দিয়ে ২০২১ সালে তামিল সিনেমায় আসেন রাশমিকা। ওই বছরই সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তাঁর তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায়। সামি সামি, আন্তাভা ও শ্রীভাল্লিসহ বেশ কয়েকটি গানের জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নেয়। বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় জায়গা করে নেয়। এই সিনেমার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
‘গুডবাই’ সিনেমা দিয়ে ২০২২ সালে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমাটিতে তিনি অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী বছর তার আরো একটি হিন্দি সিনেমা ‘মিশন মজনু’ মুক্তি পেতে যাচ্ছে। যেখানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন।
আসছে বছরের ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি ‘ভারিসু’। ছবিটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী।
ভারতীয় অভিনেত্রী ও মডেল রাশমিকা মান্দানা আজ তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারে ছয় বছর পার করছেন। ২০১৬ সালের আজকের এই দিনে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়। রাশমিকা অভিনীত ‘কিরিক পার্টি’ ছিল ওই বছর সবচেয়ে বেশি আয় করা কন্নড় সিনেমা। প্রথম ছবি থেকে সফলতার ধারা এখনও চলছে।
রাশমিকা মান্দানা কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দি ছবিতে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের ছয় বছর উদযাপন উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে টুইটারে রাশমিকা লেখেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি, আমি আমার জীবনে আপনাদের সবাইকে পেয়ে কৃতজ্ঞ। আমি আপনাদের ভালোবাসি। ধন্যবাদ।’
কন্নড় ও তেলুগু চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের অন্যতম কর্ণাটকের এই অভিনেত্রী। কমরেড, সুলতানের পর পুষ্পার মতো দর্শক মাতানো চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছেন।
মডেল হিসাবে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ওই বছর তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। ২০১৬ সালে ব্যাঙ্গালোরের লামোড টপ মডেল হান্টে ‘টিভিসি’ খেতাব পান। সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়।
‘চলো’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন রাশমিকা। এই বছর তিনি আরো দুটি তেলুগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন। ২০২০ সালে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করা তাঁর তেলুগু সিনেমা ‘সারিলেরু নেকেভভারু’ সবচেয়ে বেশি আয় করা তেলুগু সিনেমার অন্যতম।
‘সুলতান’ দিয়ে ২০২১ সালে তামিল সিনেমায় আসেন রাশমিকা। ওই বছরই সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তাঁর তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায়। সামি সামি, আন্তাভা ও শ্রীভাল্লিসহ বেশ কয়েকটি গানের জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নেয়। বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় জায়গা করে নেয়। এই সিনেমার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
‘গুডবাই’ সিনেমা দিয়ে ২০২২ সালে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমাটিতে তিনি অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী বছর তার আরো একটি হিন্দি সিনেমা ‘মিশন মজনু’ মুক্তি পেতে যাচ্ছে। যেখানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন।
আসছে বছরের ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি ‘ভারিসু’। ছবিটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২১ মিনিট আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে