গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২ ’। প্রথম দিনেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটির প্রথম দিনের আয় ৩৮ কোটি রুপিরও বেশি।
প্রতিবেদন অনুসারে, সিনেমাটি নিজ রাজ্য তামিলনাড়ুতে ২৫ কোটি রুপি কোটি সংগ্রহ করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়, সিনেমাটি সংগ্রহ করেছে ৪ কোটি রুপির কাছাকাছি। এ ছাড়া কর্ণাটকে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি রুপি।
বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পন্নিয়িন সেলভান ১ ’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল ছবিটি। যার মধ্যে শুধু ভারতেই এর আয় ছিল ৩২৭ কোটি রুপি। ‘পন্নিয়িন সেলভান ১ ’-এর রেকর্ড ভেঙে ফেলতে পারে ‘পন্নিয়িন সেলভান ২ ’, এমনটাই ধারণা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।
‘পন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে।
পরিচালক মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার পঞ্চম সিনেমা এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’, ২০১০ সালে ‘রাবণ’ ও ২০২০ সালে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২ ’। প্রথম দিনেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটির প্রথম দিনের আয় ৩৮ কোটি রুপিরও বেশি।
প্রতিবেদন অনুসারে, সিনেমাটি নিজ রাজ্য তামিলনাড়ুতে ২৫ কোটি রুপি কোটি সংগ্রহ করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়, সিনেমাটি সংগ্রহ করেছে ৪ কোটি রুপির কাছাকাছি। এ ছাড়া কর্ণাটকে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি রুপি।
বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পন্নিয়িন সেলভান ১ ’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল ছবিটি। যার মধ্যে শুধু ভারতেই এর আয় ছিল ৩২৭ কোটি রুপি। ‘পন্নিয়িন সেলভান ১ ’-এর রেকর্ড ভেঙে ফেলতে পারে ‘পন্নিয়িন সেলভান ২ ’, এমনটাই ধারণা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।
‘পন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে।
পরিচালক মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার পঞ্চম সিনেমা এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’, ২০১০ সালে ‘রাবণ’ ও ২০২০ সালে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে