ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
১ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ ঘণ্টা আগে