ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৫ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে