Ajker Patrika

রাশমিকার সঙ্গে শ্রীনিবাসের প্রেমের গুঞ্জন, নায়ক বললেন ভিত্তিহীন

রাশমিকার সঙ্গে শ্রীনিবাসের প্রেমের গুঞ্জন, নায়ক বললেন ভিত্তিহীন

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে প্রেম করছেন তেলেগু তারকা বেল্লামকোন্ডা শ্রীনিবাস। কয়েক দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বেল্লামকোন্ডা শ্রীনিবাস। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের চ্যাট শোতে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ছত্রপতি’র প্রচারে গিয়েছিলেন তিনি। 

শ্রীনিবাস বলেন, ‘বিষয়টি একেবারেই ভিত্তিহীন, আমরা শুধু ভালো বন্ধু। আসলে বিমানবন্দরে আমাদের হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল। আমরা দুজনেই হায়দরাবাদের এবং সেখান থেকেই আমরা মুম্বাই যাচ্ছিলাম। আবার এটা এমন নয় যে আমাদের বিমানবন্দরে প্রায়ই দেখা হয়। বিমানবন্দরে আমাদের একসঙ্গে কেউ একবার বা দুবারের বেশি দেখেনি। ফলে এটি সম্পূর্ণ গুজব।’ 

তেলেগু চলচ্চিত্র শিল্পে জনপ্রিয়তা অর্জনের পর অভিনেতা বেল্লামকোন্ডা শ্রীনিবাস বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তাঁকে ২০০৫ সালে এসএস রাজামৌলির সুপারহিট তেলেগু সিনেমা ‘ছত্রপতি’র রিমেকে দেখা যাবে। রাজামৌলির ছত্রপতিতে নাম ভূমিকায় ছিলেন দক্ষিণের তারকা প্রভাস। দীর্ঘ ১৮ বছর পর বলিউডে নির্মিত হয়েছে ছত্রপতি-র হিন্দি রিমেক। 

বিমানবন্দরে রাশমিকা মান্দানা ও বেল্লামকোন্ডা শ্রীনিবাসের যুগল ছবি নিয়েই যতো গুঞ্জন।ভি ভি বিনায়ক পরিচালিত সিনেমাটিতে শ্রীনিবাস ছাড়াও অভিনয় করেছেন—নুসরাত ভারুচ্চা, শারদ কেলকার, ফ্রেডি ও রাজেশ শর্মা প্রমুখ। চলতি সপ্তাহের শুরুতে মুম্বাইয়ে ছত্রপতির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ১২ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

রাশমিকা মান্দানাকে সর্বশেষ দেখা গেছে বিজয়ের বিপরীতে তামিল সিনেমা ভারিসুতে। মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুরের বিপরীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। 

রাশমিকা মান্দানাকে বলা হয় ভারতে জাতীয় ক্রাশ। এর আগে বিজয় দেবরাকোন্ডা এবং রক্ষিত শেঠির সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত