Ajker Patrika

পাঁচ দিনে আয় ৬০০ কোটির বেশি 

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ২২
Thumbnail image

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ঝড়ে এখন তোলপাড় ভারত। কেবল ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। মাত্র চার দিনেই ৫০০ কোটির ক্লাব ছুঁয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে জানা যায়, পাঁচ দিনে বক্স অফিসে ৬০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে সিনেমাটি। এ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬২৪ কোটি রুপি।

১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। 

বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। ১০০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে আয় করে ৩৪৫ কোটি রুপি। 

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় সুপারস্টার যশএর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা। 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত