একটি ছিমছাম ছুটির দিনে ফারুক আহমেদ তাঁর পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবনকে একদম পাল্টে দেয়। একদল অচেনা লোক পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা। এই ঘটনার পর ফারুক সাহেবের মেয়ে সাফিয়া তার নিখোঁজ বাবাকে খুঁজতে থাকে। দিন যায়, সপ্তাহ, মাস বছর যায়। নিখোঁজ ফারুক আহমেদ কে কি তার সন্তানেরা খুঁজে পাবে?
ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি রিহান রহমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘নিখোঁজ’। ৬ পর্বের তারকাবহুল এ সিরিজে আফসানা মিমিকে বহুদিনপর পর্দায় আবার দেখা যাবে। ‘নিখোঁজ’–এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তার।
তার সঙ্গে এই সিরিজে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।
আগামী ১৭ মার্চ রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে সিরিজ ‘নিখোঁজ’। ছুটির দিনে পরিবারের সঙ্গে বসে ‘নিখোঁজ’ উপভোগ করতে চোখ রাখতে হবে চরকিতে।
পরিচালক রিহান রহমান এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও ‘নিখোঁজ’ চরকির জন্য বানানো তাঁর প্রথম সিরিজ। তিনি বলেন, ‘এই সিরিজে একসাথে এত গুনী অভিনেতা-অভিনেত্রীদের সাথে কাজ করে আমার সত্যি অনেক ভালো লেগেছে। এখানে প্রবীণ অভিনেত্রী আফসানা মিমি থেকে শুরু করে তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান রয়েছে তাই অভিজ্ঞতাটাও ভিন্ন বলা যায়। আশা করি দর্শকদের আমাদের এই ভিন্ন গল্প বলার চেষ্টাটা ভালো লাগবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এ বছরে চরকির প্রথম সিরিজ শাটিকাপ যেমন আওয়াজ তুলেছিল আশা করছি দ্বিতীয় সিরিজ নিখোঁজ দেখেও মানুষ কথা বলবে। নিখোঁজ-এর গল্পই হিরো; আপনারা দেখলেই বুঝতে পারবেন।’
একটি ছিমছাম ছুটির দিনে ফারুক আহমেদ তাঁর পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবনকে একদম পাল্টে দেয়। একদল অচেনা লোক পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা। এই ঘটনার পর ফারুক সাহেবের মেয়ে সাফিয়া তার নিখোঁজ বাবাকে খুঁজতে থাকে। দিন যায়, সপ্তাহ, মাস বছর যায়। নিখোঁজ ফারুক আহমেদ কে কি তার সন্তানেরা খুঁজে পাবে?
ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি রিহান রহমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘নিখোঁজ’। ৬ পর্বের তারকাবহুল এ সিরিজে আফসানা মিমিকে বহুদিনপর পর্দায় আবার দেখা যাবে। ‘নিখোঁজ’–এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তার।
তার সঙ্গে এই সিরিজে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।
আগামী ১৭ মার্চ রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে সিরিজ ‘নিখোঁজ’। ছুটির দিনে পরিবারের সঙ্গে বসে ‘নিখোঁজ’ উপভোগ করতে চোখ রাখতে হবে চরকিতে।
পরিচালক রিহান রহমান এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও ‘নিখোঁজ’ চরকির জন্য বানানো তাঁর প্রথম সিরিজ। তিনি বলেন, ‘এই সিরিজে একসাথে এত গুনী অভিনেতা-অভিনেত্রীদের সাথে কাজ করে আমার সত্যি অনেক ভালো লেগেছে। এখানে প্রবীণ অভিনেত্রী আফসানা মিমি থেকে শুরু করে তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান রয়েছে তাই অভিজ্ঞতাটাও ভিন্ন বলা যায়। আশা করি দর্শকদের আমাদের এই ভিন্ন গল্প বলার চেষ্টাটা ভালো লাগবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এ বছরে চরকির প্রথম সিরিজ শাটিকাপ যেমন আওয়াজ তুলেছিল আশা করছি দ্বিতীয় সিরিজ নিখোঁজ দেখেও মানুষ কথা বলবে। নিখোঁজ-এর গল্পই হিরো; আপনারা দেখলেই বুঝতে পারবেন।’
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে