Ajker Patrika

ট্রেলারে ঝড় তুলল মির্জাপুরের নতুন সিজন

ট্রেলারে ঝড় তুলল মির্জাপুরের নতুন সিজন

দুই বছর পরে আসছে ভারতের জনপ্রিয় সিরিজ মির্জাপুরের নতুন সিজন। গতকাল প্রকাশ পেয়েছেন সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।

দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।

আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল গুড্ডু ভাইয়া (আলি ফজল) এবার মির্জাপুর শাসন করতে প্রস্তুত। হাতুড়ি নিয়ে রাস্তার মোড়ে স্থাপিত কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) মূর্তি ভাঙার দৃশ্যতেই বোঝা যাচ্ছে এবার সিরিজ কাঁপাতে চলেছেন গুড্ডু। কালিন ভাইয়ার দ্বিতীয় স্ত্রী বীনা ত্রিপাঠি (রসিকা দুগ্গল) এবার রয়েছেন গুড্ডুর সঙ্গে। গোলু গুপ্তা (শ্বেতা ত্রিপাঠি) বড় কিছু করার পরিকল্পনা করছেন। একেবারে শেষে কয়েক ঝলক দেখা মেলে পঙ্কজ ত্রিপাঠির। তাকে প্রতিশ্রুতি দিতে দেখা যায়, সিংহাসন ও সাম্রাজ্য রক্ষায় তিনি এমন কিছু করবেন, যা এর আগে কেউ কখনো দেখেনি।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। আগামী ৫ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘মির্জাপুর: সিজন ৩’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত