Ajker Patrika

জনপ্রিয় ‘এ এমন পরিচয়’ থেকে সিরিয়াল

জনপ্রিয় ‘এ এমন পরিচয়’ থেকে সিরিয়াল

১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের অন্যতম শীর্ষ ব্যান্ড সোলসের অ্যালবাম ‘এ এমন পরিচয়’। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেন পার্থ বড়ুয়া।

‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে’—তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি তখন থেকে এখনো সমান জনপ্রিয়। পরবর্তী সময়ে ২৭ বছর পর গানটিতে নতুন করে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া, যেটি প্রকাশ পায় ২০১৬ সালে।

এবার একই শিরোনামে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’। সিরিজের শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।

পার্থ বড়ুয়াকয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে সিরিয়ালটির প্রোমো। তাতে শোনা যাচ্ছে ‘এ এমন পরিচয়’ -এর নতুন ভার্সনের এক ঝলক।

সিরিয়ালটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সরদার সানিয়াত হোসেন বলেন, ‘শিরোনাম সংগীত হিসেবে গানটি বাছাই করি আমরা। এর জন্য পার্থ বড়ুয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি। সিরিয়ালের জন্য গানটি নতুন করে তৈরি করে দিয়েছেন তিনি।’

‘এ এমন পরিচয়’ সিরিয়ালটি বানাচ্ছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ সিরিয়াল প্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, প্রতিশোধ আর প্রতিজ্ঞা—এ তিনটি

দিলশাদ নাহার কনাবিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘এ এমন পরিচয়’।

আগামী মাসের শুরুর দিকে সিরিয়ালটির প্রচার শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত