প্রথমবারের মতো দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাম ‘রূপকথা নয়’। ১২০ পর্বের এই সিরিয়াল প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিংয়ে অংশ নেবেন চঞ্চল। ‘রূপকথা নয়’ সিরিয়ালটি মারাঠি ভাষার একটি সিরিয়ালের বাংলা রিমেক।
চঞ্চল চৌধুরী বলেন, ‘ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এই সিরিয়ালের চরিত্রের মধ্যেই ডুবে আছি। চরিত্রটা কী, তা আগে বলা যাবে না। তবে অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছি। সাধারণত এমন বড় কাজের জন্য আমার প্রস্তুতি নিতেই হয়।’
নতুন এই ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। পরবর্তী পর্বগুলো পরিচালনা করবেন অন্য পরিচালকেরা। তবে সেই তালিকা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’-এর বাংলা রিমেক হতে যাচ্ছে ‘রূপকথা নয়’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায়। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।
কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ ও শবনম ফারিয়া। পরিচালক জানান, রিমেক হলেও ‘রূপকথা নয়’-এর গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।
অন্যদিকে অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথাও চলছে চঞ্চল চৌধুরীর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও চরকির ব্যানারে ‘ঊনলৌকিক’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সিরিজের অল্প কিছু শুটিং বাকি।
প্রথমবারের মতো দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাম ‘রূপকথা নয়’। ১২০ পর্বের এই সিরিয়াল প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিংয়ে অংশ নেবেন চঞ্চল। ‘রূপকথা নয়’ সিরিয়ালটি মারাঠি ভাষার একটি সিরিয়ালের বাংলা রিমেক।
চঞ্চল চৌধুরী বলেন, ‘ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এই সিরিয়ালের চরিত্রের মধ্যেই ডুবে আছি। চরিত্রটা কী, তা আগে বলা যাবে না। তবে অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছি। সাধারণত এমন বড় কাজের জন্য আমার প্রস্তুতি নিতেই হয়।’
নতুন এই ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। পরবর্তী পর্বগুলো পরিচালনা করবেন অন্য পরিচালকেরা। তবে সেই তালিকা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’-এর বাংলা রিমেক হতে যাচ্ছে ‘রূপকথা নয়’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায়। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।
কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ ও শবনম ফারিয়া। পরিচালক জানান, রিমেক হলেও ‘রূপকথা নয়’-এর গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।
অন্যদিকে অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথাও চলছে চঞ্চল চৌধুরীর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও চরকির ব্যানারে ‘ঊনলৌকিক’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সিরিজের অল্প কিছু শুটিং বাকি।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
৮ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
৯ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১৯ ঘণ্টা আগে