বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাম ‘রূপকথা নয়’। ১২০ পর্বের এই সিরিয়াল প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিংয়ে অংশ নেবেন চঞ্চল। ‘রূপকথা নয়’ সিরিয়ালটি মারাঠি ভাষার একটি সিরিয়ালের বাংলা রিমেক।
চঞ্চল চৌধুরী বলেন, ‘ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এই সিরিয়ালের চরিত্রের মধ্যেই ডুবে আছি। চরিত্রটা কী, তা আগে বলা যাবে না। তবে অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছি। সাধারণত এমন বড় কাজের জন্য আমার প্রস্তুতি নিতেই হয়।’
নতুন এই ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। পরবর্তী পর্বগুলো পরিচালনা করবেন অন্য পরিচালকেরা। তবে সেই তালিকা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’-এর বাংলা রিমেক হতে যাচ্ছে ‘রূপকথা নয়’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায়। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।
কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ ও শবনম ফারিয়া। পরিচালক জানান, রিমেক হলেও ‘রূপকথা নয়’-এর গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।
অন্যদিকে অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথাও চলছে চঞ্চল চৌধুরীর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও চরকির ব্যানারে ‘ঊনলৌকিক’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সিরিজের অল্প কিছু শুটিং বাকি।
প্রথমবারের মতো দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাম ‘রূপকথা নয়’। ১২০ পর্বের এই সিরিয়াল প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিংয়ে অংশ নেবেন চঞ্চল। ‘রূপকথা নয়’ সিরিয়ালটি মারাঠি ভাষার একটি সিরিয়ালের বাংলা রিমেক।
চঞ্চল চৌধুরী বলেন, ‘ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এই সিরিয়ালের চরিত্রের মধ্যেই ডুবে আছি। চরিত্রটা কী, তা আগে বলা যাবে না। তবে অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছি। সাধারণত এমন বড় কাজের জন্য আমার প্রস্তুতি নিতেই হয়।’
নতুন এই ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। পরবর্তী পর্বগুলো পরিচালনা করবেন অন্য পরিচালকেরা। তবে সেই তালিকা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’-এর বাংলা রিমেক হতে যাচ্ছে ‘রূপকথা নয়’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায়। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।
কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ ও শবনম ফারিয়া। পরিচালক জানান, রিমেক হলেও ‘রূপকথা নয়’-এর গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।
অন্যদিকে অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথাও চলছে চঞ্চল চৌধুরীর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও চরকির ব্যানারে ‘ঊনলৌকিক’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সিরিজের অল্প কিছু শুটিং বাকি।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৬ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৬ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৬ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৬ ঘণ্টা আগে