প্রথমবারের মতো দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাম ‘রূপকথা নয়’। ১২০ পর্বের এই সিরিয়াল প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিংয়ে অংশ নেবেন চঞ্চল। ‘রূপকথা নয়’ সিরিয়ালটি মারাঠি ভাষার একটি সিরিয়ালের বাংলা রিমেক।
চঞ্চল চৌধুরী বলেন, ‘ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এই সিরিয়ালের চরিত্রের মধ্যেই ডুবে আছি। চরিত্রটা কী, তা আগে বলা যাবে না। তবে অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছি। সাধারণত এমন বড় কাজের জন্য আমার প্রস্তুতি নিতেই হয়।’
নতুন এই ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। পরবর্তী পর্বগুলো পরিচালনা করবেন অন্য পরিচালকেরা। তবে সেই তালিকা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’-এর বাংলা রিমেক হতে যাচ্ছে ‘রূপকথা নয়’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায়। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।
কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ ও শবনম ফারিয়া। পরিচালক জানান, রিমেক হলেও ‘রূপকথা নয়’-এর গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।
অন্যদিকে অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথাও চলছে চঞ্চল চৌধুরীর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও চরকির ব্যানারে ‘ঊনলৌকিক’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সিরিজের অল্প কিছু শুটিং বাকি।
প্রথমবারের মতো দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাম ‘রূপকথা নয়’। ১২০ পর্বের এই সিরিয়াল প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিংয়ে অংশ নেবেন চঞ্চল। ‘রূপকথা নয়’ সিরিয়ালটি মারাঠি ভাষার একটি সিরিয়ালের বাংলা রিমেক।
চঞ্চল চৌধুরী বলেন, ‘ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এই সিরিয়ালের চরিত্রের মধ্যেই ডুবে আছি। চরিত্রটা কী, তা আগে বলা যাবে না। তবে অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছি। সাধারণত এমন বড় কাজের জন্য আমার প্রস্তুতি নিতেই হয়।’
নতুন এই ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। পরবর্তী পর্বগুলো পরিচালনা করবেন অন্য পরিচালকেরা। তবে সেই তালিকা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।
মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’-এর বাংলা রিমেক হতে যাচ্ছে ‘রূপকথা নয়’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায়। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।
কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ ও শবনম ফারিয়া। পরিচালক জানান, রিমেক হলেও ‘রূপকথা নয়’-এর গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।
অন্যদিকে অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথাও চলছে চঞ্চল চৌধুরীর। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে হইচই-এর ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লাশবাহী ফ্রিজার ভ্যানের ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও চরকির ব্যানারে ‘ঊনলৌকিক’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজটি প্রচারের অপেক্ষায় আছে। সিরিজের অল্প কিছু শুটিং বাকি।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৪ মিনিট আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনসহ একাধিকজন।
১ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
২ ঘণ্টা আগে