Ajker Patrika

সিরিয়াল কিলার ‘রসু খাঁকে’ নিয়ে সিরিজ, মূল চরিত্রে আফরান নিশো

সিরিয়াল কিলার ‘রসু খাঁকে’ নিয়ে সিরিজ, মূল চরিত্রে আফরান নিশো

এবার সিরিয়াল কিলার রসু খাঁকে নিয়ে সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। রসু খাঁ চরিত্রে থাকতে পারেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এমনটিই জানিয়েছেন নির্মাতা।

সিরিয়াল কিলার রসু খাঁকে কি তাহলে এবার পর্দায় দেখা যাবে? এ প্রশ্নে শিহাব শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, সত্য ঘটনা অবলম্বনে নতুন এ সিরিজটির ব্যাপারে প্রাথমিক আলাপ এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে সিরিজটি বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো হবে। আপাতত আমরা গল্পের দিকে নজর দিচ্ছি। এ ব্যাপারে বিস্তারিত আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। যেহেতু ব্যাপারটি এখন প্রাথমিক পর্যায়ে, তাই এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’ 

প্রধান চরিত্রে আফরান নিশো থাকার ব্যাপারে নির্মাতা বলেন, ‘এটাও প্রাথমিক পর্যায়ে আছে। সবকিছু ঠিক থাকলে তাঁর থাকার সম্ভাবনাই বেশি।’ 

 ‘রসু খাঁ’ হয়ে পর্দায় আসছেন আফরান নিশো২০০৯ সালের ৭ অক্টোবর মসজিদের ফ্যান চুরির ঘটনায় টঙ্গী থেকে গ্রেপ্তার হন রসু খাঁ। পরে তাঁর মোবাইল ফোনের সূত্রে স্থানীয় এক কিশোরী হত্যার ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বেরিয়ে আসে রোমহর্ষক ঘটনা। 

আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের পর অন্য এক নারীর প্রেম পড়েন রসু খাঁ। সেই নারীর ভাড়াটে গুন্ডাদের হাতে বেদম পিটুনি খান তিনি। এরপরই ১০১টা হত্যা করার পরিকল্পনা করেন। পুলিশের হাতে আটকের আগে পর্যন্ত ১১ জন নারীকে হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেন রসু খাঁ। 

সিন্ডিকেট, মায়াশালিক-এর সাফল্যের পর নির্মাতা শিহাব শাহীন বর্তমানে ব্যস্ত আছেন সিন্ডিকেট-এর স্পিন-অফ সিরিজ চরকি অরিজিনাল ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নিয়ে। নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণদের মতো অভিনেতার দেখা মিলবে সিরিজটিতে। 

চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে ৬ পর্বের এই সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে এই সিরিজটির দৃশ্য ধারণ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিরিজটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত