বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসে মণি। নানা কারণে মণির জীবন থেকে হারাতে বসে বন্ধু আর ক্রিকেট দুটোই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিল মণির পথে, সে-ই এখন মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় ক্রিকেট দলে দেখতে দর্শকের যে আকাঙ্ক্ষা, তা আরও দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা আর মণির জীবনসংগ্রামের কারণে। জুয়াড়িদের চক্রান্ত আর বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতরে মণি এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল-সবুজের জার্সি শেষপর্যন্ত গায়ে জড়াতে পারবে কি না—এমনই এক দ্বিধা নিয়ে দর্শকেরা অপেক্ষা করছেন এই ১২০০তম পর্ব দেখতে।
আহমেদ খান হীরকের গল্পে মাশরাফি জুনিয়রের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। পরিচালনায় সাজ্জাদ সুমন। মাশরাফি জুনিয়র ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাফানা নমনি, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, এ কে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশা প্রমুখ।
নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘১২০০তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে মাশরাফি জুনিয়র ধারাবাহিকটির। বাংলাদেশে এটা একটা বড় মাইলফলক। প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালের দর্শকপ্রিয়তা ধরে রাখাটা সহজ ছিল না। আমাদের দেশে সফলভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু বড় ধারাবাহিকে এটা সম্ভব, যার প্রমাণ মাশরাফি জুনিয়র।’
দীপ্ত টিভির পাশাপাশি মাশরাফি জুনিয়র দেখা যাচ্ছে দীপ্ত প্লে, দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসে মণি। নানা কারণে মণির জীবন থেকে হারাতে বসে বন্ধু আর ক্রিকেট দুটোই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিল মণির পথে, সে-ই এখন মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় ক্রিকেট দলে দেখতে দর্শকের যে আকাঙ্ক্ষা, তা আরও দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা আর মণির জীবনসংগ্রামের কারণে। জুয়াড়িদের চক্রান্ত আর বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতরে মণি এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল-সবুজের জার্সি শেষপর্যন্ত গায়ে জড়াতে পারবে কি না—এমনই এক দ্বিধা নিয়ে দর্শকেরা অপেক্ষা করছেন এই ১২০০তম পর্ব দেখতে।
আহমেদ খান হীরকের গল্পে মাশরাফি জুনিয়রের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। পরিচালনায় সাজ্জাদ সুমন। মাশরাফি জুনিয়র ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাফানা নমনি, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, এ কে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশা প্রমুখ।
নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘১২০০তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে মাশরাফি জুনিয়র ধারাবাহিকটির। বাংলাদেশে এটা একটা বড় মাইলফলক। প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালের দর্শকপ্রিয়তা ধরে রাখাটা সহজ ছিল না। আমাদের দেশে সফলভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু বড় ধারাবাহিকে এটা সম্ভব, যার প্রমাণ মাশরাফি জুনিয়র।’
দীপ্ত টিভির পাশাপাশি মাশরাফি জুনিয়র দেখা যাচ্ছে দীপ্ত প্লে, দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
৯ মিনিট আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১৩ মিনিট আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
১৮ মিনিট আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
৯ ঘণ্টা আগে