কলকাতার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হয় ধারাবাহিকটি। গতকাল সিরিয়ালটির ৩০০তম পর্ব প্রচারিত হয়েছে। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন সিরিয়াল জগতের পরিচিত মুখ সৈয়দ আরেফিন ও নবাগতা স্বীকৃতি মজুমদার। সিরিয়ালে শান্টু চরিত্রে অভিনয় করছেন আরেফিন ও পূর্ণা চরিত্রে স্বীকৃতি।
শান্টু আর পূর্ণার প্রেমের কাহিনিতে সাজানো খেলাঘরের গল্প। গল্পের নায়ক শান্টু সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে, স্বভাবে বদমেজাজি, রাগী কিন্তু মেধাবী। অর্থ না থাকলেও তার এবং তার পরিবারের যেটা রয়েছে, সেটা হলো আত্মসম্মান। অন্যদিকে পূর্ণা বড়লোক বাবার সুন্দরী মেয়ে। কিন্তু এই গল্পে শান্টু-পূর্ণার প্রেমকাহিনি যেন সমাজের বাঁধাধরা আর্থসামাজিক অবস্থার বিরুদ্ধে সোচ্চার। সমাজ বদলের ডাক। গত বছর শুরু হওয়া এই ধারাবাহিক এখন টিআরপির তালিকায় সেরা ১০-এ পাকা জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালের মাধ্যমেই স্বীকৃতির অভিনয়ে হাতেখড়ি।
স্বীকৃতি কলকাতার মডেলিং জগতে পরিচিত এক নাম। দীর্ঘ সময় র্যাম্প মাতিয়েছেন নিজ গুণে। গত বছর এক সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে লাইমলাইটে উঠে আসেন তিনি।
সৈয়দ আরেফিন এর আগে ‘ইরাবতির চুপকথা’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।
কলকাতার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হয় ধারাবাহিকটি। গতকাল সিরিয়ালটির ৩০০তম পর্ব প্রচারিত হয়েছে। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন সিরিয়াল জগতের পরিচিত মুখ সৈয়দ আরেফিন ও নবাগতা স্বীকৃতি মজুমদার। সিরিয়ালে শান্টু চরিত্রে অভিনয় করছেন আরেফিন ও পূর্ণা চরিত্রে স্বীকৃতি।
শান্টু আর পূর্ণার প্রেমের কাহিনিতে সাজানো খেলাঘরের গল্প। গল্পের নায়ক শান্টু সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে, স্বভাবে বদমেজাজি, রাগী কিন্তু মেধাবী। অর্থ না থাকলেও তার এবং তার পরিবারের যেটা রয়েছে, সেটা হলো আত্মসম্মান। অন্যদিকে পূর্ণা বড়লোক বাবার সুন্দরী মেয়ে। কিন্তু এই গল্পে শান্টু-পূর্ণার প্রেমকাহিনি যেন সমাজের বাঁধাধরা আর্থসামাজিক অবস্থার বিরুদ্ধে সোচ্চার। সমাজ বদলের ডাক। গত বছর শুরু হওয়া এই ধারাবাহিক এখন টিআরপির তালিকায় সেরা ১০-এ পাকা জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালের মাধ্যমেই স্বীকৃতির অভিনয়ে হাতেখড়ি।
স্বীকৃতি কলকাতার মডেলিং জগতে পরিচিত এক নাম। দীর্ঘ সময় র্যাম্প মাতিয়েছেন নিজ গুণে। গত বছর এক সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে লাইমলাইটে উঠে আসেন তিনি।
সৈয়দ আরেফিন এর আগে ‘ইরাবতির চুপকথা’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
১২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
১৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
১৭ ঘণ্টা আগে