বিনোদন ডেস্ক
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।
দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।
দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’
শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেনির্মাতার অভিযোগ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়, আমি নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি! কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি কার ক্যারিয়ার ধ্বংস করলাম?’
৮ ঘণ্টা আগেউন্মুক্ত হয়েছে সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারীর ওয়েব সাইট, এতে যুক্ত করা হয়েছে শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবন, শিল্পকর্ম ও অর্জনের প্রায় সব তথ্য। ওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যাবে শিল্পীর জীবনী, গানসহ নানা আর্কাইভাল উপাদান।
১০ ঘণ্টা আগেজুঁই ফুলের কারণে জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে গুনতে হল ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় লাখ টাকার বেশি।
১১ ঘণ্টা আগে