বিনোদন ডেস্ক
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।
দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।
দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’
বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১ মিনিট আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
৬ মিনিট আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
৯ ঘণ্টা আগেক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। উইকেন্ডে হবে এই অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।
১৫ ঘণ্টা আগে