Ajker Patrika

সুঠাম শরীর গঠনের নেশা, ছেচল্লিশেই প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ২১: ৫৩
সুঠাম শরীর গঠনের নেশা, ছেচল্লিশেই প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা

জিম করতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর। তিনি ছিলেন হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। আজ শুক্রবার জিম করার সময় হার্টঅ্যাটাক করেন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

অভিনেতা জয় ভানুশালী বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিটনেস নিয়ে খুবই সজাগ ছিলেন অভিনেতা সিদ্ধান্ত। প্রতিদিনের মতো আজও জিমে যান তিনি। কিন্তু শরীরচর্চা করার সময় হঠাৎই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। প্রায় ৪৫ মিনিট ধরে সিদ্ধান্তকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সিদ্ধান্তের বন্ধু জয় বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে তিনি সিদ্ধান্তের মৃত্যুর সংবাদ পেয়েছেন। এরপরই তিনি ইনস্টাগ্রামে তা শেয়ার করেন এবং বন্ধুর মৃত্যুতে শোক জানান। সিদ্ধান্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে!’

জিমের পাগল ছিলেন সিদ্ধান্ত। ছবি: ইনস্টাগ্রামমঞ্চ থেকেই অভিনয় জীবনের হাতেখড়ি সিদ্ধান্তের। এরপর একে একে জনপ্রিয় ধারাবাহিকের মুখ হয়ে ওঠেন। এর মধ্যে ‘কুসুম’, ‘ওয়ারিশ’ এবং ‘সূর্যপুত্র কর্ণ’ অন্যতম। এসব ধারাবাহিক তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। বেশ কিছু মিউজিক ভিডিতেও সিদ্ধান্তকে দেখা গেছে। বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ধারাবাহিকের কাজ চলছিল। নিজেকে ফিট রাখতে সব সময়ই শরীরচর্চার প্রতি মনোযোগী ছিলেন সিদ্ধান্ত।

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউডের চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক টুইট করে বলেছেন, ‘শরীর গড়তে পাগলের তাড়া, কোনো ডাক্তারি পরামর্শ ছাড়াই এত বিপজ্জনক নেশা! হাইপার-জিমিং তুলনামূলকভাবে নতুন ঘটনা। ইনস্টাগ্রামের কারণেই এমন পাগলাটে প্রেরণা পেয়েছে। এটা নিয়ে সমাজকে নতুন করে ভাবতে হবে। ওহ, সিদ্ধান্ত...!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত