নব্বইয়ের দশকের বাংলা ছবির প্রথম সারির নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমায় এখন তিনি আর তেমন অভিনয় করেন না। বর্তমানে রচনার পরিচিতি ‘দিদি নাম্বার ওয়ান’ হিসেবে। জি বাংলার এ শোয়ের উপস্থাপক হিসেবে সবার মন কেড়েছেন রচনা।
কয়েকদিন আগেই অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, একেবারে নতুন পরিচয়ে ধরা দিতে চলেছেন তিনি। সেই ‘নতুন পরিচয়’-এর নাম ‘রচনাস ক্রিয়েশন’। রচনার বুটিক শপ এটি। অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি এবার শাড়ির ব্যবসায় যুক্ত হয়েছেন সবার প্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’।
সম্প্রতি ফেসবুকে লাইভে এসে রচনা একের পর এক শাড়ি মেলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। তাঁর বুটিক শপে রয়েছে নানা ধরনের শাড়ির বিশাল কালেকশন। সেগুলোই তাঁর ভক্তদেরকে দেখাচ্ছিলেন। জানাচ্ছিলেন প্রতিটি শাড়ির দরদাম-গুণাগুণ।
বুটিক শপ শুরু করার কারণ হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গত ২০ বছর ধরে আমি আপনাদের জন্যই রচনা বন্দ্য়োপাধ্যায় হয়েছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে, আমি কেন শাড়ি বিক্রি করছি? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হল, আমাকে অনেকেই বলেছিলেন— অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে সাধারণের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই এই বুটিক। সেই কারণেই অনলাইনে শাড়ির ব্য়বসা।’
তবে এই শাড়ি বিক্রি করতে গিয়ে যে কটাক্ষের মুখে পড়বেন, তা একেবারেই আন্দাজ করতে পারেননি রচনা। ফেসবুক লাইভে নেটিজেনরা যেন ধেয়ে এল অভিনেত্রীর দিকে। তাঁকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিতে শুরু করল একের পর এক কু-মন্তব্য। তবে এসব ট্রোল-তামাশায় দমে যাননি অভিনেত্রী। নিজের মতো নিজের কাজটি করে যাচ্ছেন।
নব্বইয়ের দশকের বাংলা ছবির প্রথম সারির নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমায় এখন তিনি আর তেমন অভিনয় করেন না। বর্তমানে রচনার পরিচিতি ‘দিদি নাম্বার ওয়ান’ হিসেবে। জি বাংলার এ শোয়ের উপস্থাপক হিসেবে সবার মন কেড়েছেন রচনা।
কয়েকদিন আগেই অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, একেবারে নতুন পরিচয়ে ধরা দিতে চলেছেন তিনি। সেই ‘নতুন পরিচয়’-এর নাম ‘রচনাস ক্রিয়েশন’। রচনার বুটিক শপ এটি। অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি এবার শাড়ির ব্যবসায় যুক্ত হয়েছেন সবার প্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’।
সম্প্রতি ফেসবুকে লাইভে এসে রচনা একের পর এক শাড়ি মেলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। তাঁর বুটিক শপে রয়েছে নানা ধরনের শাড়ির বিশাল কালেকশন। সেগুলোই তাঁর ভক্তদেরকে দেখাচ্ছিলেন। জানাচ্ছিলেন প্রতিটি শাড়ির দরদাম-গুণাগুণ।
বুটিক শপ শুরু করার কারণ হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গত ২০ বছর ধরে আমি আপনাদের জন্যই রচনা বন্দ্য়োপাধ্যায় হয়েছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে, আমি কেন শাড়ি বিক্রি করছি? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হল, আমাকে অনেকেই বলেছিলেন— অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে সাধারণের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই এই বুটিক। সেই কারণেই অনলাইনে শাড়ির ব্য়বসা।’
তবে এই শাড়ি বিক্রি করতে গিয়ে যে কটাক্ষের মুখে পড়বেন, তা একেবারেই আন্দাজ করতে পারেননি রচনা। ফেসবুক লাইভে নেটিজেনরা যেন ধেয়ে এল অভিনেত্রীর দিকে। তাঁকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিতে শুরু করল একের পর এক কু-মন্তব্য। তবে এসব ট্রোল-তামাশায় দমে যাননি অভিনেত্রী। নিজের মতো নিজের কাজটি করে যাচ্ছেন।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে