ভারতীয় টিভি চ্যানেল জিটিভির একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’। এবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় সিজন। এই সিরিয়ালে ‘অর্চনা’র চরিত্রে আগের মতোই অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্ত সিংয়ের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ। যদিও সুশান্ত আজ বেঁচে থাকলে ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজনের প্রশংসাই করতেন, জানিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।
ইতিমধ্যে সামনে এসেছে মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রমো। ট্রেলারের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অঙ্কিতা। ক্যাপশনে লিখেছেন: ‘ভালোবাসা এবং পরিবারের মধ্যে অঙ্কিতা কাকে নির্বাচন করবে? ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভে দেখুন পবিত্র রিশতা ২।’
ভারতীয় গণমাধ্যমে অঙ্কিতা জানিয়েছেন, ‘১২ বছর পর অর্চনা হিসেবে ফিরে আসার অভিজ্ঞতা অসাধারণ। ভয় লাগছিল, সাড়ে পাঁচ বছর ধরে এই চরিত্রে অভিনয় করেছি। অর্চনা আমারই অংশ হয়ে গিয়েছে। “পবিত্র রিশতা” আমার প্রথম ধারাবাহিক। আমি সব সময় বলি ওটাই আমার জন্মস্থান। দ্বিতীয় পার্টের জন্য যখন অর্চনা হিসেবে তৈরি হচ্ছি, তখন আবেগপ্রবণ হয়ে পড়ি।’
প্রয়াত সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘সব সময়ই ভালো জিনিসের প্রশংসা করত সুশান্ত। আমার মনে হয়, ও যদি দেখত আমি পবিত্র রিশতা করছি, খুশি হতো। প্রশংসা করত। পবিত্র রিশতা আমাদের সম্পর্ক তৈরি করেছিল।’
শাহির জানিয়েছেন, তাঁর কাছে যখন মানবের চরিত্রে অভিনয়ের অফার আসে, তখন তা ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। মানবের চরিত্রে সুশান্তের জায়গায় অভিনয় একটা বড় চ্যালেঞ্জ। তারপর মাথায় এসেছিল সুশান্তও তো জীবনে ঝুঁকি নিতে ভালোবাসত। তাই বেশি কিছু না ভেবে হ্যাঁ করে দেন।
ভারতীয় টিভি চ্যানেল জিটিভির একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’। এবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় সিজন। এই সিরিয়ালে ‘অর্চনা’র চরিত্রে আগের মতোই অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্ত সিংয়ের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ। যদিও সুশান্ত আজ বেঁচে থাকলে ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজনের প্রশংসাই করতেন, জানিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।
ইতিমধ্যে সামনে এসেছে মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রমো। ট্রেলারের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অঙ্কিতা। ক্যাপশনে লিখেছেন: ‘ভালোবাসা এবং পরিবারের মধ্যে অঙ্কিতা কাকে নির্বাচন করবে? ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভে দেখুন পবিত্র রিশতা ২।’
ভারতীয় গণমাধ্যমে অঙ্কিতা জানিয়েছেন, ‘১২ বছর পর অর্চনা হিসেবে ফিরে আসার অভিজ্ঞতা অসাধারণ। ভয় লাগছিল, সাড়ে পাঁচ বছর ধরে এই চরিত্রে অভিনয় করেছি। অর্চনা আমারই অংশ হয়ে গিয়েছে। “পবিত্র রিশতা” আমার প্রথম ধারাবাহিক। আমি সব সময় বলি ওটাই আমার জন্মস্থান। দ্বিতীয় পার্টের জন্য যখন অর্চনা হিসেবে তৈরি হচ্ছি, তখন আবেগপ্রবণ হয়ে পড়ি।’
প্রয়াত সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘সব সময়ই ভালো জিনিসের প্রশংসা করত সুশান্ত। আমার মনে হয়, ও যদি দেখত আমি পবিত্র রিশতা করছি, খুশি হতো। প্রশংসা করত। পবিত্র রিশতা আমাদের সম্পর্ক তৈরি করেছিল।’
শাহির জানিয়েছেন, তাঁর কাছে যখন মানবের চরিত্রে অভিনয়ের অফার আসে, তখন তা ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। মানবের চরিত্রে সুশান্তের জায়গায় অভিনয় একটা বড় চ্যালেঞ্জ। তারপর মাথায় এসেছিল সুশান্তও তো জীবনে ঝুঁকি নিতে ভালোবাসত। তাই বেশি কিছু না ভেবে হ্যাঁ করে দেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৬ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৮ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২০ ঘণ্টা আগে