বিনোদন ডেস্ক
ঢাকা: মনোজ বাজপেয়ির অভিনয়জীবনে আরেকটি বড় সাফল্য আসে ২০১৯ সালে। ওই বছরের সেপ্টেম্বরে আমাজনে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। সিরিজটি মুক্তির আগে ব্যাপকভাবে প্রচার করেনি আমাজন। ফলে দর্শকেরও আগ্রহ ছিল কম। তার পেছনে একটি বড় কারণ ছিল- বলিউডে তখন পর্যন্ত ভালো গোয়েন্দানির্ভর সিরিজ না থাকা। পরিচালক রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকেও বড় কারণ।
এই নির্মাতা জুটির আগের কাজগুলো প্রধানত ড্রামা ও কমেডি–নির্ভর। তাই গোয়েন্দা সিরিজ কতটা ভালো বানাবেন তাঁরা, এ নিয়ে সংশয় ছিল। তবে পরিস্থিতি বদলে যায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ প্রচারের পর। বলতে গেলে ঝড় তোলে সিরিজটি। রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে।
এ সিরিজে এক গোয়েন্দার পারিবারিক জীবন দেখানো হয়েছে খুবই সরল-স্বাভাবিক ভঙ্গিতে। মনোজ বাজপেয়ি যে চরিত্রে অভিনয় করেছিলেন, ওই চরিত্রের নাম শ্রীকান্ত তিওয়ারি। তুখোড় গোয়েন্দা তিনি। কিন্তু পেশাগত জীবনে যতটা সেরা, ততটাই ব্যর্থ পারিবারিক জীবনে। মধ্যবিত্ত পরিবার চালাতে গিয়ে নাজেহাল গোয়েন্দা।
শ্রীকান্ত তিওয়ারির আগে আরও অনেক আলোচিত চরিত্রে কাজ করেছেন মনোজ বাজপেয়ি। রামগোপাল ভার্মার ‘সত্যা’য় প্রথম নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান তিনি। এ ছবি তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর সরদার খান চরিত্র তো তাঁকে স্মরণীয় করে রেখেছে।
‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় সিজন আসছে- বছরখানেক ধরে এ খবর শুনছেন ভক্তরা। গতবছরই আসার কথা ছিল সিরিজের দ্বিতীয় মৌসুম। কিন্তু দুই কারণে পিছিয়ে যায়। প্রথমত, করোনা পরিস্থিতি। দ্বিতীয়ত, আমাজনের আরেক সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক। সাইফ আলি খান অভিনীত সিরিজটি নিয়ে চলা নানা সমালোচনার কারণে, ওটিটি প্ল্যাটফর্মটি তাদের সব শো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়।
সমালোচনা অবশ্য ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ নিয়েও চলছে। তামিলদের জঙ্গি হিসেবে দেখানো হয়েছে, এ অভিযোগে সিরিজটির প্রচার বাতিলের দাবি ওঠে। তবে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় পরিচালকদ্বয়ের বিবৃতির পর, ‘সবাই যেন সমালোচনার আগে দ্বিতীয় সিজনটা একবার দেখে নেয়।’
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এর অন্যতম আকর্ষণ সামান্থা আক্কিনেনি। এই তেলুগু অভিনেত্রী পরিচিত তাঁর রোমান্টিক চরিত্রের জন্যই। সেখান থেকে নিজের খোলনলচে বদলে এই সিরিজে তাঁকে দেখা যাবে ধূসর চরিত্রে।
প্রথম সিজনের সঙ্গে এবারের গল্পের মিল নেই। তবে পরিচালকদ্বয় জানিয়েছেন, প্রথম সিজন শেষে ভক্তদের যা যা কৌতূহল ছিল সেটা প্রথম পর্বে মিটে যাবে। মনোজ বাজপাইয়ের সঙ্গে প্রিয়ামণি, শারিব হাশমি আছেন এবারও। নতুন সিজনে দেখা যাবে পরিবারকে সময় দিতে গুপ্তচরের কাজ ছেড়ে ‘সাধারণ’ চাকরি নেয় শ্রীকান্ত। এদিকে দ্বিতীয়টি প্রচারের আগেই তৃতীয় সিজনের খবর নিশ্চিত করেছেন রাজ ও ডিকে।
ঢাকা: মনোজ বাজপেয়ির অভিনয়জীবনে আরেকটি বড় সাফল্য আসে ২০১৯ সালে। ওই বছরের সেপ্টেম্বরে আমাজনে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। সিরিজটি মুক্তির আগে ব্যাপকভাবে প্রচার করেনি আমাজন। ফলে দর্শকেরও আগ্রহ ছিল কম। তার পেছনে একটি বড় কারণ ছিল- বলিউডে তখন পর্যন্ত ভালো গোয়েন্দানির্ভর সিরিজ না থাকা। পরিচালক রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকেও বড় কারণ।
এই নির্মাতা জুটির আগের কাজগুলো প্রধানত ড্রামা ও কমেডি–নির্ভর। তাই গোয়েন্দা সিরিজ কতটা ভালো বানাবেন তাঁরা, এ নিয়ে সংশয় ছিল। তবে পরিস্থিতি বদলে যায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ প্রচারের পর। বলতে গেলে ঝড় তোলে সিরিজটি। রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে।
এ সিরিজে এক গোয়েন্দার পারিবারিক জীবন দেখানো হয়েছে খুবই সরল-স্বাভাবিক ভঙ্গিতে। মনোজ বাজপেয়ি যে চরিত্রে অভিনয় করেছিলেন, ওই চরিত্রের নাম শ্রীকান্ত তিওয়ারি। তুখোড় গোয়েন্দা তিনি। কিন্তু পেশাগত জীবনে যতটা সেরা, ততটাই ব্যর্থ পারিবারিক জীবনে। মধ্যবিত্ত পরিবার চালাতে গিয়ে নাজেহাল গোয়েন্দা।
শ্রীকান্ত তিওয়ারির আগে আরও অনেক আলোচিত চরিত্রে কাজ করেছেন মনোজ বাজপেয়ি। রামগোপাল ভার্মার ‘সত্যা’য় প্রথম নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান তিনি। এ ছবি তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর সরদার খান চরিত্র তো তাঁকে স্মরণীয় করে রেখেছে।
‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় সিজন আসছে- বছরখানেক ধরে এ খবর শুনছেন ভক্তরা। গতবছরই আসার কথা ছিল সিরিজের দ্বিতীয় মৌসুম। কিন্তু দুই কারণে পিছিয়ে যায়। প্রথমত, করোনা পরিস্থিতি। দ্বিতীয়ত, আমাজনের আরেক সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক। সাইফ আলি খান অভিনীত সিরিজটি নিয়ে চলা নানা সমালোচনার কারণে, ওটিটি প্ল্যাটফর্মটি তাদের সব শো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়।
সমালোচনা অবশ্য ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ নিয়েও চলছে। তামিলদের জঙ্গি হিসেবে দেখানো হয়েছে, এ অভিযোগে সিরিজটির প্রচার বাতিলের দাবি ওঠে। তবে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় পরিচালকদ্বয়ের বিবৃতির পর, ‘সবাই যেন সমালোচনার আগে দ্বিতীয় সিজনটা একবার দেখে নেয়।’
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এর অন্যতম আকর্ষণ সামান্থা আক্কিনেনি। এই তেলুগু অভিনেত্রী পরিচিত তাঁর রোমান্টিক চরিত্রের জন্যই। সেখান থেকে নিজের খোলনলচে বদলে এই সিরিজে তাঁকে দেখা যাবে ধূসর চরিত্রে।
প্রথম সিজনের সঙ্গে এবারের গল্পের মিল নেই। তবে পরিচালকদ্বয় জানিয়েছেন, প্রথম সিজন শেষে ভক্তদের যা যা কৌতূহল ছিল সেটা প্রথম পর্বে মিটে যাবে। মনোজ বাজপাইয়ের সঙ্গে প্রিয়ামণি, শারিব হাশমি আছেন এবারও। নতুন সিজনে দেখা যাবে পরিবারকে সময় দিতে গুপ্তচরের কাজ ছেড়ে ‘সাধারণ’ চাকরি নেয় শ্রীকান্ত। এদিকে দ্বিতীয়টি প্রচারের আগেই তৃতীয় সিজনের খবর নিশ্চিত করেছেন রাজ ও ডিকে।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৫ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৯ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৯ ঘণ্টা আগে