ঢাকা: মনোজ বাজপেয়ির অভিনয়জীবনে আরেকটি বড় সাফল্য আসে ২০১৯ সালে। ওই বছরের সেপ্টেম্বরে আমাজনে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। সিরিজটি মুক্তির আগে ব্যাপকভাবে প্রচার করেনি আমাজন। ফলে দর্শকেরও আগ্রহ ছিল কম। তার পেছনে একটি বড় কারণ ছিল- বলিউডে তখন পর্যন্ত ভালো গোয়েন্দানির্ভর সিরিজ না থাকা। পরিচালক রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকেও বড় কারণ।
এই নির্মাতা জুটির আগের কাজগুলো প্রধানত ড্রামা ও কমেডি–নির্ভর। তাই গোয়েন্দা সিরিজ কতটা ভালো বানাবেন তাঁরা, এ নিয়ে সংশয় ছিল। তবে পরিস্থিতি বদলে যায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ প্রচারের পর। বলতে গেলে ঝড় তোলে সিরিজটি। রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে।
এ সিরিজে এক গোয়েন্দার পারিবারিক জীবন দেখানো হয়েছে খুবই সরল-স্বাভাবিক ভঙ্গিতে। মনোজ বাজপেয়ি যে চরিত্রে অভিনয় করেছিলেন, ওই চরিত্রের নাম শ্রীকান্ত তিওয়ারি। তুখোড় গোয়েন্দা তিনি। কিন্তু পেশাগত জীবনে যতটা সেরা, ততটাই ব্যর্থ পারিবারিক জীবনে। মধ্যবিত্ত পরিবার চালাতে গিয়ে নাজেহাল গোয়েন্দা।
শ্রীকান্ত তিওয়ারির আগে আরও অনেক আলোচিত চরিত্রে কাজ করেছেন মনোজ বাজপেয়ি। রামগোপাল ভার্মার ‘সত্যা’য় প্রথম নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান তিনি। এ ছবি তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর সরদার খান চরিত্র তো তাঁকে স্মরণীয় করে রেখেছে।
‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় সিজন আসছে- বছরখানেক ধরে এ খবর শুনছেন ভক্তরা। গতবছরই আসার কথা ছিল সিরিজের দ্বিতীয় মৌসুম। কিন্তু দুই কারণে পিছিয়ে যায়। প্রথমত, করোনা পরিস্থিতি। দ্বিতীয়ত, আমাজনের আরেক সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক। সাইফ আলি খান অভিনীত সিরিজটি নিয়ে চলা নানা সমালোচনার কারণে, ওটিটি প্ল্যাটফর্মটি তাদের সব শো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়।
সমালোচনা অবশ্য ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ নিয়েও চলছে। তামিলদের জঙ্গি হিসেবে দেখানো হয়েছে, এ অভিযোগে সিরিজটির প্রচার বাতিলের দাবি ওঠে। তবে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় পরিচালকদ্বয়ের বিবৃতির পর, ‘সবাই যেন সমালোচনার আগে দ্বিতীয় সিজনটা একবার দেখে নেয়।’
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এর অন্যতম আকর্ষণ সামান্থা আক্কিনেনি। এই তেলুগু অভিনেত্রী পরিচিত তাঁর রোমান্টিক চরিত্রের জন্যই। সেখান থেকে নিজের খোলনলচে বদলে এই সিরিজে তাঁকে দেখা যাবে ধূসর চরিত্রে।
প্রথম সিজনের সঙ্গে এবারের গল্পের মিল নেই। তবে পরিচালকদ্বয় জানিয়েছেন, প্রথম সিজন শেষে ভক্তদের যা যা কৌতূহল ছিল সেটা প্রথম পর্বে মিটে যাবে। মনোজ বাজপাইয়ের সঙ্গে প্রিয়ামণি, শারিব হাশমি আছেন এবারও। নতুন সিজনে দেখা যাবে পরিবারকে সময় দিতে গুপ্তচরের কাজ ছেড়ে ‘সাধারণ’ চাকরি নেয় শ্রীকান্ত। এদিকে দ্বিতীয়টি প্রচারের আগেই তৃতীয় সিজনের খবর নিশ্চিত করেছেন রাজ ও ডিকে।
ঢাকা: মনোজ বাজপেয়ির অভিনয়জীবনে আরেকটি বড় সাফল্য আসে ২০১৯ সালে। ওই বছরের সেপ্টেম্বরে আমাজনে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান’। সিরিজটি মুক্তির আগে ব্যাপকভাবে প্রচার করেনি আমাজন। ফলে দর্শকেরও আগ্রহ ছিল কম। তার পেছনে একটি বড় কারণ ছিল- বলিউডে তখন পর্যন্ত ভালো গোয়েন্দানির্ভর সিরিজ না থাকা। পরিচালক রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকেও বড় কারণ।
এই নির্মাতা জুটির আগের কাজগুলো প্রধানত ড্রামা ও কমেডি–নির্ভর। তাই গোয়েন্দা সিরিজ কতটা ভালো বানাবেন তাঁরা, এ নিয়ে সংশয় ছিল। তবে পরিস্থিতি বদলে যায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ প্রচারের পর। বলতে গেলে ঝড় তোলে সিরিজটি। রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে।
এ সিরিজে এক গোয়েন্দার পারিবারিক জীবন দেখানো হয়েছে খুবই সরল-স্বাভাবিক ভঙ্গিতে। মনোজ বাজপেয়ি যে চরিত্রে অভিনয় করেছিলেন, ওই চরিত্রের নাম শ্রীকান্ত তিওয়ারি। তুখোড় গোয়েন্দা তিনি। কিন্তু পেশাগত জীবনে যতটা সেরা, ততটাই ব্যর্থ পারিবারিক জীবনে। মধ্যবিত্ত পরিবার চালাতে গিয়ে নাজেহাল গোয়েন্দা।
শ্রীকান্ত তিওয়ারির আগে আরও অনেক আলোচিত চরিত্রে কাজ করেছেন মনোজ বাজপেয়ি। রামগোপাল ভার্মার ‘সত্যা’য় প্রথম নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান তিনি। এ ছবি তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর সরদার খান চরিত্র তো তাঁকে স্মরণীয় করে রেখেছে।
‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় সিজন আসছে- বছরখানেক ধরে এ খবর শুনছেন ভক্তরা। গতবছরই আসার কথা ছিল সিরিজের দ্বিতীয় মৌসুম। কিন্তু দুই কারণে পিছিয়ে যায়। প্রথমত, করোনা পরিস্থিতি। দ্বিতীয়ত, আমাজনের আরেক সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক। সাইফ আলি খান অভিনীত সিরিজটি নিয়ে চলা নানা সমালোচনার কারণে, ওটিটি প্ল্যাটফর্মটি তাদের সব শো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়।
সমালোচনা অবশ্য ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ নিয়েও চলছে। তামিলদের জঙ্গি হিসেবে দেখানো হয়েছে, এ অভিযোগে সিরিজটির প্রচার বাতিলের দাবি ওঠে। তবে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় পরিচালকদ্বয়ের বিবৃতির পর, ‘সবাই যেন সমালোচনার আগে দ্বিতীয় সিজনটা একবার দেখে নেয়।’
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এর অন্যতম আকর্ষণ সামান্থা আক্কিনেনি। এই তেলুগু অভিনেত্রী পরিচিত তাঁর রোমান্টিক চরিত্রের জন্যই। সেখান থেকে নিজের খোলনলচে বদলে এই সিরিজে তাঁকে দেখা যাবে ধূসর চরিত্রে।
প্রথম সিজনের সঙ্গে এবারের গল্পের মিল নেই। তবে পরিচালকদ্বয় জানিয়েছেন, প্রথম সিজন শেষে ভক্তদের যা যা কৌতূহল ছিল সেটা প্রথম পর্বে মিটে যাবে। মনোজ বাজপাইয়ের সঙ্গে প্রিয়ামণি, শারিব হাশমি আছেন এবারও। নতুন সিজনে দেখা যাবে পরিবারকে সময় দিতে গুপ্তচরের কাজ ছেড়ে ‘সাধারণ’ চাকরি নেয় শ্রীকান্ত। এদিকে দ্বিতীয়টি প্রচারের আগেই তৃতীয় সিজনের খবর নিশ্চিত করেছেন রাজ ও ডিকে।
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
৬ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
২০ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
২১ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে