Ajker Patrika

ডাকাত মোশাররফ করিমের আবেগের বেড়াজাল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮: ৫৮
ডাকাত মোশাররফ করিমের আবেগের বেড়াজাল

একদিন ডাকাতি করতে গিয়ে ডাকাত সরদার ময়নালের মনে হয় ডাকাতরাও সাধারণ মানুষের মতোই আবেগের বেড়াজালে আবদ্ধ। তাদেরও সুখ-দুঃখ আছে, হাসি-কান্না পায়, প্রেম হয়।

এই বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এমনই এক গল্প নিয়ে আসছে চরকি। শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘বকুল ফুল’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে মোশারফ করিম ও তাসনুভা তিশাকে।

ডাকাতিয়া বাঁশি সিরিজের চতুর্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চরকি অরিজিনাল ‘বকুল ফুল’।

‘বকুল ফুল’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যপরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘দীর্ঘদিনের ক্যারিয়ারে ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি আমার প্রথম কাজ। আমি ও আমার পুরো টিম বেশ সময় নিয়ে বকুলফুলের গল্প নিয়ে প্ল্যানিং করে আসছিলাম। দর্শকদের এই গল্পের মধ্য দিয়ে আনন্দ, কষ্ট, প্রেম, ভালোবাসা সবকিছুর ছোঁয়া পাবে।’

তিনি দর্শকদের উদ্দেশে আরও বলেন, ‘আমি ও আমার পুরো টিম বিশেষ করে মোশারফ ভাইসহ সকল আর্টিস্ট ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুটিং করেছি।

‘আমাদের কষ্ট সার্থক হবে যদি আপনারা গল্পটি দেখেন। আমার বিশ্বাস যে গল্পটি প্রথম দেখবেন, সে তার কাছের মানুষকে গল্পটা দেখতে অনুরোধ করবেন।’

‘বকুল ফুল’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টারস্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হিন্দোল রায়, মাসুদ হারুন, শেখ মেরাজুল ইসলাম, হেদায়েত নান্নু, হাসনাত রিপন, তুহিন চৌধুরী, দিপক কর্মকার, শেখ স্বপ্না, শেরতাজ জেবিন, আরিয়ান।

‘বকুল ফুল’ বিশ্বব্যাপী ২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮টা থেকে দেখা যাবে শুধু চরকিতে।

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল সিনেমা, ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্রসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত