প্রথমবারের মতো কনটেন্টে দর্শকদের সময় ব্যয়ের তথ্য প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর এই তালিকায় শীর্ষে রয়েছে ‘দ্য নাইট এজেন্ট’ সিনেমা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বছরের প্রথমার্ধের গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করেছে নেটফ্লিক্স। নেটফ্লিক্স জানিয়েছে, এবার থেকে তারা নিয়মিত তা প্রকাশ করবে।
মূলত কোভিডের সময় থেকেই সিনেমা হলে গিয়ে নতুন সিনেমা দেখার প্রবণতা কমছে ক্রমশ। তার বদলে ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ও ওয়েব সিরিজেই মজেছে দর্শকেরা। ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় প্রথমেই আসবে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের নাম। পুরো বিশ্বজুড়ে নেটফ্লিক্সের রয়েছে কয়েক কোটি দর্শক। তবে নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ভিউয়ারশিপ তথ্য প্রকাশ করে না। কোন শো কত দর্শক দেখেছেন, তা এত দিন প্রকাশ করত না নেটফ্লিক্স।
অবশেষে, এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল নেটফ্লিক্স। কোন দর্শক সব থেকে বেশি শো দেখেছেন, তা জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।
নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে সব থেকে বেশি দেখা হয়েছে পলিটিক্যাল থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট: সিজন ১’। মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে এই শো দেখেছেন বিশ্বব্যাপী দর্শকেরা।
এরপরেই রয়েছে ফ্যামিলি ড্রামা ‘জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২’। সব থেকে বেশি দেখা শোয়ের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা ‘দ্য গ্লোরি: সিজন ১’ ও। পর্যায়ক্রমে এরপর তালিকায় রয়েছে, ‘ওয়েডনেসডে: সিজন ১’, ‘কুইন শার্লট: আর ব্রিজারটন স্টোরি’।
নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মোট ১৮ হাজারেরও বেশি সিনেমা ও শো মিলিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ ঘণ্টা শো দেখেছেন দর্শকেরা।
সংবাদমাধ্যমের কাছে নেটফ্লিক্সের কো-চিফ টেড সারানডোস স্বীকার করেছেন যে, তাদের কনটেন্টগুলোর জনপ্রিয়তা সম্পর্কে স্বচ্ছতার অভাব নির্মাতা গোষ্ঠীর মধ্যে অবিশ্বাসের জন্ম দিয়েছে।
টেড সারানডোস বলেন, ‘নেটফ্লিক্স ব্যবসা শুরু করার সময় দর্শকের ডেটা ব্যক্তিগত করে রেখেছিল যাতে সম্ভাব্য প্রতিযোগীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য চলে না যায়।’
অন্যদিকে দর্শকদের দেখার সময় প্রকাশ সম্পর্কে নেটফ্লিক্সের পক্ষ থেকে এক ব্লগে বলা হয়, ‘এটি আমাদের জন্য এবং শিল্পের জন্য বড় একটি পদক্ষেপ। আমরা বিশ্বাস করি কনটেন্ট দেখার সময়ের পরিমাণ উল্লেখ করার ফলে নির্মাতা ও শিল্প সংশ্লিষ্ট সকলে দর্শকদের সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবে।’
সম্প্রতিই নেটফ্লিক্সের সঙ্গে হলিউড লেবার ইউনিয়ন ও স্টুডিয়োগুলোর তীব্র বিরোধ শুরু হয়েছিল। দুইবার ধর্মঘটও করেন শ্রমিকেরা। তাদের অভিযোগ ছিল, যে সংখ্যক দর্শক শো দেখছেন, সেই তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন শোয়ের সঙ্গে যুক্ত কর্মী-শ্রমিকেরা। তীব্র বিক্ষোভের মুখে পড়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শক, সাপ্লায়ার ও প্রতিযোগীদের কাছে নেটফ্লিক্সের শোয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রথমবারের মতো কনটেন্টে দর্শকদের সময় ব্যয়ের তথ্য প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর এই তালিকায় শীর্ষে রয়েছে ‘দ্য নাইট এজেন্ট’ সিনেমা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বছরের প্রথমার্ধের গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করেছে নেটফ্লিক্স। নেটফ্লিক্স জানিয়েছে, এবার থেকে তারা নিয়মিত তা প্রকাশ করবে।
মূলত কোভিডের সময় থেকেই সিনেমা হলে গিয়ে নতুন সিনেমা দেখার প্রবণতা কমছে ক্রমশ। তার বদলে ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ও ওয়েব সিরিজেই মজেছে দর্শকেরা। ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় প্রথমেই আসবে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের নাম। পুরো বিশ্বজুড়ে নেটফ্লিক্সের রয়েছে কয়েক কোটি দর্শক। তবে নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ভিউয়ারশিপ তথ্য প্রকাশ করে না। কোন শো কত দর্শক দেখেছেন, তা এত দিন প্রকাশ করত না নেটফ্লিক্স।
অবশেষে, এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল নেটফ্লিক্স। কোন দর্শক সব থেকে বেশি শো দেখেছেন, তা জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।
নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে সব থেকে বেশি দেখা হয়েছে পলিটিক্যাল থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট: সিজন ১’। মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে এই শো দেখেছেন বিশ্বব্যাপী দর্শকেরা।
এরপরেই রয়েছে ফ্যামিলি ড্রামা ‘জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২’। সব থেকে বেশি দেখা শোয়ের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা ‘দ্য গ্লোরি: সিজন ১’ ও। পর্যায়ক্রমে এরপর তালিকায় রয়েছে, ‘ওয়েডনেসডে: সিজন ১’, ‘কুইন শার্লট: আর ব্রিজারটন স্টোরি’।
নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মোট ১৮ হাজারেরও বেশি সিনেমা ও শো মিলিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ ঘণ্টা শো দেখেছেন দর্শকেরা।
সংবাদমাধ্যমের কাছে নেটফ্লিক্সের কো-চিফ টেড সারানডোস স্বীকার করেছেন যে, তাদের কনটেন্টগুলোর জনপ্রিয়তা সম্পর্কে স্বচ্ছতার অভাব নির্মাতা গোষ্ঠীর মধ্যে অবিশ্বাসের জন্ম দিয়েছে।
টেড সারানডোস বলেন, ‘নেটফ্লিক্স ব্যবসা শুরু করার সময় দর্শকের ডেটা ব্যক্তিগত করে রেখেছিল যাতে সম্ভাব্য প্রতিযোগীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য চলে না যায়।’
অন্যদিকে দর্শকদের দেখার সময় প্রকাশ সম্পর্কে নেটফ্লিক্সের পক্ষ থেকে এক ব্লগে বলা হয়, ‘এটি আমাদের জন্য এবং শিল্পের জন্য বড় একটি পদক্ষেপ। আমরা বিশ্বাস করি কনটেন্ট দেখার সময়ের পরিমাণ উল্লেখ করার ফলে নির্মাতা ও শিল্প সংশ্লিষ্ট সকলে দর্শকদের সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবে।’
সম্প্রতিই নেটফ্লিক্সের সঙ্গে হলিউড লেবার ইউনিয়ন ও স্টুডিয়োগুলোর তীব্র বিরোধ শুরু হয়েছিল। দুইবার ধর্মঘটও করেন শ্রমিকেরা। তাদের অভিযোগ ছিল, যে সংখ্যক দর্শক শো দেখছেন, সেই তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন শোয়ের সঙ্গে যুক্ত কর্মী-শ্রমিকেরা। তীব্র বিক্ষোভের মুখে পড়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শক, সাপ্লায়ার ও প্রতিযোগীদের কাছে নেটফ্লিক্সের শোয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৫ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৫ ঘণ্টা আগে