বিনোদন ডেস্ক
ঢাকা: টিআরপি তালিকা আর সংবাদমাধ্যমের আলোচনায় সব সময় গুরুত্ব পায় জি বাংলা ও স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলো। তবে এ চ্যানেল দুটির বাইরে আরও অসংখ্য সিরিয়াল প্রচার হয়। যেগুলো সাধারণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রচলিত আলোচনার মিছিলে শামিল না হতে পারলেও সিরিয়ালগুলো ঠিকই দর্শকদের মন জয় করে চলেছে বছরের পর বছর। আজ এমন কিছু ধারাবাহিকের খবর জানা যাক।
আকাশ আট চ্যানেলে প্রচার হয় বেশকিছু জনপ্রিয় সিরিয়াল। এগুলোর মধ্যে ‘স্বপ্ন দেখে মন’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘দীপাবলির সাতকাহন, ‘হয়তো তোমারই জন্য’ উল্লেখযোগ্য। তবে ‘দীপাবলির সাতকাহন’ এই চ্যানেলের সবচেয়ে আলোচিত সিরিয়াল। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসকে কেন্দ্র করে এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে বর্তমান সময়কে কেন্দ্র করে।
এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। তিনি জানিয়েছেন, সমরেশ মজুমদার উপন্যাসটি লিখেছিলেন ১৯৮৭ সালে। তবে সিরিয়ালে এসে প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে এ সময়ের পরিপ্রেক্ষিতে। তাই আনা হয়েছে কিছু পরিবর্তন।
সিরিয়ালের প্রধান চরিত্র দীপাবলি। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। এ চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। আরও আছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ।
আকাশ আট চ্যানেলের আরেকটি সিরিয়াল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ২’। এক বৃদ্ধার জীবনকে ঘিরে গল্পটি এগিয়েছে। এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। গল্পে ছেলে তাঁকে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। পরিস্থিতির চাপে ছেলেমেয়েরা কি বৃদ্ধ মা–বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছে? নাকি তারা কোনো মানসিক সমস্যায় আক্রান্ত? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গল্পে।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘জগজ্জননী মা সারদা’, ‘কুরুক্ষেত্র’, ‘জয় মা সন্তোষী’ সিরিয়ালগুলোও চ্যানেল আট–এর উল্লেখযোগ্য প্রযোজনা।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘বিশাখা’ও কালারস বাংলার জনপ্রিয় সিরিয়াল। বিশাখা হলো একজন বিষকন্যা, যে প্রতিজ্ঞা করেছে কাহিনির মুখ্য চরিত্র জ্যোৎস্না ও কাঞ্চনকে তার বিষ দিয়ে শেষ করে দেবে। শুনেই বোঝা যাচ্ছে চরিত্রটি খলনায়িকার। কোনো খলচরিত্রকে নামভূমিকায় রেখে সিরিয়াল প্রচারের ব্যাপারটি বেশ নতুন।
এ চ্যানেলে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক প্রচার হয়। ‘ব্যারিস্টার বাবু’, ‘কথা কাহিনি’, ‘আদরের ছোঁয়া’, ‘শপথ ভালোবাসার’, ‘সোনার তলোয়ার’–এর দর্শকও কম নয়।
ঢাকা: টিআরপি তালিকা আর সংবাদমাধ্যমের আলোচনায় সব সময় গুরুত্ব পায় জি বাংলা ও স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলো। তবে এ চ্যানেল দুটির বাইরে আরও অসংখ্য সিরিয়াল প্রচার হয়। যেগুলো সাধারণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। প্রচলিত আলোচনার মিছিলে শামিল না হতে পারলেও সিরিয়ালগুলো ঠিকই দর্শকদের মন জয় করে চলেছে বছরের পর বছর। আজ এমন কিছু ধারাবাহিকের খবর জানা যাক।
আকাশ আট চ্যানেলে প্রচার হয় বেশকিছু জনপ্রিয় সিরিয়াল। এগুলোর মধ্যে ‘স্বপ্ন দেখে মন’, ‘তবু বাঁধি খেলাঘর’, ‘দীপাবলির সাতকাহন, ‘হয়তো তোমারই জন্য’ উল্লেখযোগ্য। তবে ‘দীপাবলির সাতকাহন’ এই চ্যানেলের সবচেয়ে আলোচিত সিরিয়াল। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসকে কেন্দ্র করে এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে বর্তমান সময়কে কেন্দ্র করে।
এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। তিনি জানিয়েছেন, সমরেশ মজুমদার উপন্যাসটি লিখেছিলেন ১৯৮৭ সালে। তবে সিরিয়ালে এসে প্রেক্ষাপট বদলে ফেলা হয়েছে এ সময়ের পরিপ্রেক্ষিতে। তাই আনা হয়েছে কিছু পরিবর্তন।
সিরিয়ালের প্রধান চরিত্র দীপাবলি। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। এ চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়। আরও আছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ।
আকাশ আট চ্যানেলের আরেকটি সিরিয়াল ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ২’। এক বৃদ্ধার জীবনকে ঘিরে গল্পটি এগিয়েছে। এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। গল্পে ছেলে তাঁকে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। পরিস্থিতির চাপে ছেলেমেয়েরা কি বৃদ্ধ মা–বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছে? নাকি তারা কোনো মানসিক সমস্যায় আক্রান্ত? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গল্পে।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘জগজ্জননী মা সারদা’, ‘কুরুক্ষেত্র’, ‘জয় মা সন্তোষী’ সিরিয়ালগুলোও চ্যানেল আট–এর উল্লেখযোগ্য প্রযোজনা।
কলকাতার আরেকটি চ্যানেল কালারস বাংলাও জনপ্রিয় সিরিয়াল প্রচারে এগিয়ে আছে। এ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। টিআরপির হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছিল সবার ওপরে। তাই এরই মধ্যে এই সিরিয়ালের দর্শক তৈরি হয়ে গেছে। পাঁচটি সিজন প্রচার হয়েছে ‘নাগিন’–এর। ভবিষ্যতে আসছে সিরিয়ালটির ষষ্ঠ সিজন।
‘বিশাখা’ও কালারস বাংলার জনপ্রিয় সিরিয়াল। বিশাখা হলো একজন বিষকন্যা, যে প্রতিজ্ঞা করেছে কাহিনির মুখ্য চরিত্র জ্যোৎস্না ও কাঞ্চনকে তার বিষ দিয়ে শেষ করে দেবে। শুনেই বোঝা যাচ্ছে চরিত্রটি খলনায়িকার। কোনো খলচরিত্রকে নামভূমিকায় রেখে সিরিয়াল প্রচারের ব্যাপারটি বেশ নতুন।
এ চ্যানেলে আরও কিছু জনপ্রিয় ধারাবাহিক প্রচার হয়। ‘ব্যারিস্টার বাবু’, ‘কথা কাহিনি’, ‘আদরের ছোঁয়া’, ‘শপথ ভালোবাসার’, ‘সোনার তলোয়ার’–এর দর্শকও কম নয়।
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। এ নিয়ে অনেকবারই আলোচনার শিরোনাম হয়েছে নির্মাতা ও অভিনেত্রী। আবারও একই কারণে শিরোনামে এলেন তাঁরা।
৫ ঘণ্টা আগেঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১৬ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১৭ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগে