বিনোদন ডেস্ক
ঢাকা: ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল মনোজ বাজপেয়ির। তবে সিরিজ থেকে সরে এলেন তিনি। প্রসঙ্গত, সিরিজে মূল চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।
গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে হৃতিক রোশনের এই ওয়েব সিরিজ ঘিরে। গত বছরই শোনা গিয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে দেখা যাবে হৃতিককে। সিরিজের গল্প ও চিত্রনাট্য শুনে পছন্দ হওয়ায় ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিয়েছেন তিনি। বিখ্যাত হলিউড সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেতা টম হিডলস্টন ছিলেন ‘দ্য নাইট ম্যানেজার’ মূল ওয়েব সিরিজের প্রধান চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘লোকি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন টম।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে প্রধান ভিলেনের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন মনোজ বাজপেয়ি। পর্দায় হৃতিকের সঙ্গে জমিয়ে তাঁর মহড়া নেওয়ার খবর জানতে পেরে নড়েচড়ে বসেছিল তাঁদের অনুরাগীর দল। মূল ভার্সনটিতে মনোজের এই চরিত্রের নাম ছিল ‘রিচার্ড রোপার’, যাতে অভিনয় করেছিলেন হিউ লোরি। ‘রিচার্ড রোপার’ চরিত্রটি অবৈধ অস্ত্র চোরাচালানকারীর, কিন্তু সাধারণ মানুষের কাছে তার পরিচয় এক বিরাট ও নামকরা ব্যবসায়ীর। তবে নতুন খবর হলো, এই ওয়েব সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ।
কিন্তু কেন হঠাৎ করে নিজেকে এই বিগ বাজেটের প্রোজেক্ট থেকে সরিয়ে নিলেন মনোজ? শোনা যাচ্ছে, শুধু শিডিউল জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আসলে এতদিন সবকিছু পরিকল্পনামাফিক এগোলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সমস্ত পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। এক কথায় বন্ধ হয়ে গেছে ভারতের বিনোদনজগৎ। তাই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত ছবির শুটিং। এই তালিকায় রয়েছে মনোজের দুটি ছবিও। লকডাউনের কারণে মাঝপথেই সেই দুই ছবির কাজ আটকে রয়েছে। লকডাউন উঠলে সেই ছবির টানা শুটিং শুরু হওয়ার কথা। অথচ এদিকে হৃতিকেরও এই ছবির শুটিং সম্ভবত শুরু হবে লকডাউন ওঠামাত্রই। তাই বিপদে পড়েছেন মনোজ। কিছুতেই ওই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নিজের ‘ডেট’ মিলিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই উপায় না দেখে একপ্রকার বাধ্য হয়েই নাকি এ পদক্ষেপ নিয়েছেন মনোজ। এই মুহূর্তে সেই চরিত্রের জন্য অন্য অভিনেতার খোঁজ শুরু করেছেন সিরিজের নির্মাতারা।
ঢাকা: ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল মনোজ বাজপেয়ির। তবে সিরিজ থেকে সরে এলেন তিনি। প্রসঙ্গত, সিরিজে মূল চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।
গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে হৃতিক রোশনের এই ওয়েব সিরিজ ঘিরে। গত বছরই শোনা গিয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে দেখা যাবে হৃতিককে। সিরিজের গল্প ও চিত্রনাট্য শুনে পছন্দ হওয়ায় ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিয়েছেন তিনি। বিখ্যাত হলিউড সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেতা টম হিডলস্টন ছিলেন ‘দ্য নাইট ম্যানেজার’ মূল ওয়েব সিরিজের প্রধান চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘লোকি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন টম।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে প্রধান ভিলেনের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন মনোজ বাজপেয়ি। পর্দায় হৃতিকের সঙ্গে জমিয়ে তাঁর মহড়া নেওয়ার খবর জানতে পেরে নড়েচড়ে বসেছিল তাঁদের অনুরাগীর দল। মূল ভার্সনটিতে মনোজের এই চরিত্রের নাম ছিল ‘রিচার্ড রোপার’, যাতে অভিনয় করেছিলেন হিউ লোরি। ‘রিচার্ড রোপার’ চরিত্রটি অবৈধ অস্ত্র চোরাচালানকারীর, কিন্তু সাধারণ মানুষের কাছে তার পরিচয় এক বিরাট ও নামকরা ব্যবসায়ীর। তবে নতুন খবর হলো, এই ওয়েব সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ।
কিন্তু কেন হঠাৎ করে নিজেকে এই বিগ বাজেটের প্রোজেক্ট থেকে সরিয়ে নিলেন মনোজ? শোনা যাচ্ছে, শুধু শিডিউল জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আসলে এতদিন সবকিছু পরিকল্পনামাফিক এগোলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সমস্ত পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। এক কথায় বন্ধ হয়ে গেছে ভারতের বিনোদনজগৎ। তাই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত ছবির শুটিং। এই তালিকায় রয়েছে মনোজের দুটি ছবিও। লকডাউনের কারণে মাঝপথেই সেই দুই ছবির কাজ আটকে রয়েছে। লকডাউন উঠলে সেই ছবির টানা শুটিং শুরু হওয়ার কথা। অথচ এদিকে হৃতিকেরও এই ছবির শুটিং সম্ভবত শুরু হবে লকডাউন ওঠামাত্রই। তাই বিপদে পড়েছেন মনোজ। কিছুতেই ওই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নিজের ‘ডেট’ মিলিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই উপায় না দেখে একপ্রকার বাধ্য হয়েই নাকি এ পদক্ষেপ নিয়েছেন মনোজ। এই মুহূর্তে সেই চরিত্রের জন্য অন্য অভিনেতার খোঁজ শুরু করেছেন সিরিজের নির্মাতারা।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৩ ঘণ্টা আগে