Ajker Patrika

মারাঠি সিরিয়ালের বাংলায় চঞ্চল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১২: ১৭
মারাঠি সিরিয়ালের বাংলায় চঞ্চল

মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।

তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।

‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।

তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।

জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত