ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।
হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।
ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।
স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।
এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।
সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।
ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।
হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।
ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।
স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।
এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।
সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।
গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
৩ ঘণ্টা আগেরোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগেনির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
১৪ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
১৪ ঘণ্টা আগে