Ajker Patrika

ওয়েব সিরিজে জুটি

ওয়েব সিরিজে জুটি

মোশাররফ করিম ও জাকিয়া বারী মম একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম অভিনীত সবচেয়ে আলোচিত, দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। এতেও অভিনয় করেছিলেন মম। তবে কোনো ওয়েবে জুটি বাঁধেননি তাঁরা। এবার ওয়েব সিরিজে জুটি বেঁধে অভিনয় করলেন তাঁরা। ‘ভালোবাসা’ শিরোনামে চার পর্বের সিরিজটি বানিয়েছেন আবু হায়াত মাহমুদ।

‘ভালোবাসা’ সিরিজে মোশাররফ করিম ও মমসিরিজটির শুটিং হয়েছে গত বছর। মোশাররফ করিম ও মম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই প্রচারে আসবে সিরিজটি। তবে কোন প্ল্যাটফর্মে, তা এখনই বলতে চাইছেন না তিনি। এই পরিচালকের নির্দেশনায় মোশাররফ করিম ও মম ‘রেড অ্যালার্ট’, ‘স্বর্ণমানব’সহ বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন।

মম বলেন, ‘গত বছর শুটিং করেছিলাম। গল্পটা পছন্দ হয়েছে আমার। তা ছাড়া মোশাররফ করিমের  মতো অভিনেতার সঙ্গে কাজ করার একটা আলাদা  আনন্দ তো রয়েছেই। এই সিরিজে দুটি ভিন্ন সময়ের চরিত্রে দেখা যাবে আমাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত