বিনোদন প্রতিবেদক, ঢাকা
সারা বছর জয়া আহসান কাজ নিয়েই ব্যস্ত থাকেন। সবাই যখন ঈদের ছুটিতে, তখনও তাঁর অবসর নেই। কারণ, ঈদ উপলক্ষে কোনো না কোনো কাজ মুক্তি পায় জয়ার, সেটাকে ঘিরেই কেটে যায় ঈদের দিনগুলো।
ফলে তাঁকে যখন প্রশ্ন করা হয় ‘ঈদের আগে কী প্রস্তুতি নেন’, জয়ার কাছ থেকে উত্তর আসে, ‘সবাই প্রিপারেশন নেয়, আর আমি দেখি। খুশি লাগে। দেখি ঘুরে ঘুরে। ঈদ নিয়ে আমার তেমন কোনো প্রিপারেশন থাকে না। খুব যদি বেশি কিছু করতে হয়, তাহলে ঘর গোছগাছ করি।’
ঈদের দিন তিনি রান্না করেন একটি বিশেষ ডিশ। সেটা সেমাই, পোলাও কিংবা বিরিয়ানি নয়, একটি স্প্রেড ডিশ। নামটা বেশ অদ্ভুত ‘জামাই রাজা বাদ্য বাজা’। জয়া নাকি এই একটি রান্নাই পারেন! কেমন খেতে এটা? তাঁর উত্তর, ‘অ্যামেজিং খেতে।’
ঈদ উপলক্ষে নানা প্রতিষ্ঠান, সহকর্মী ও কাছের মানুষদের কাছ থেকে অনেক উপহার পান জয়া আহসান। ফলে আলাদা করে আর কেনাকাটা কিছু করতে হয় না। এবার ঈদে কোনো পোশাক কেনেননি জয়া। তবে হ্যাঁ, ঘর সাজাবার কিছু জিনিসপত্র কিনেছেন ঈদ উপলক্ষে।
কথায় কথায় আসে ছোটবেলার ঈদের প্রসঙ্গ। জয়া জানান, দারুণ ঈদ কাটত তাঁর ছোটবেলায়। ঈদের দিন সকালে প্রথমে নানুর বাসায় যেতেন। নানু-নানাকে সালাম করে দিন শুরু হতো।
জয়া বলেন, ‘দুই বোন এক ভাই আমরা। আমরা দুই বোন সব সময় একই রকম কাপড় পরতাম। একই রকম ব্যাগ নিতাম। আর একটু মেকআপ করার পারমিশন ছিল ছোটবেলায়। ঈদে যে সালামি পেতাম, সেটা নানুর কাছে রাখতাম। কারণ, উনি ছিলেন আমাদের ব্যাংক। এখন নানু নেই। কিন্তু আমাদের এখনো ঈদ শুরু হয় উনার কবর জিয়ারত করে।’
জয়া আহসানের ঈদের বিশেষ স্মৃতি, সেটাও ছোটবেলার। ঈদের সময় শহরজুড়ে লাইটিং হতো। ঈদের দিন রাতে কিংবা পরদিন তাঁর সব কাজিনকে গাড়িতে ওঠাতেন। মামার সঙ্গে একটা গাড়িতে পনেরো-ষোল জন কচিকাঁচার দল রওনা হতো আলো ঝলমল শহর দেখতে। ওই দিনগুলো খুবই মিস করেন জয়া।
জয়া আহসান জানালেন, এবার ঈদে তাঁর সব প্ল্যান ‘জিম্মি’কে ঘিরে। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এটা জয়া অভিনীত প্রথম সিরিজ। এই ঈদের ছুটিতে সবাইকে জিম্মি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সারা বছর জয়া আহসান কাজ নিয়েই ব্যস্ত থাকেন। সবাই যখন ঈদের ছুটিতে, তখনও তাঁর অবসর নেই। কারণ, ঈদ উপলক্ষে কোনো না কোনো কাজ মুক্তি পায় জয়ার, সেটাকে ঘিরেই কেটে যায় ঈদের দিনগুলো।
ফলে তাঁকে যখন প্রশ্ন করা হয় ‘ঈদের আগে কী প্রস্তুতি নেন’, জয়ার কাছ থেকে উত্তর আসে, ‘সবাই প্রিপারেশন নেয়, আর আমি দেখি। খুশি লাগে। দেখি ঘুরে ঘুরে। ঈদ নিয়ে আমার তেমন কোনো প্রিপারেশন থাকে না। খুব যদি বেশি কিছু করতে হয়, তাহলে ঘর গোছগাছ করি।’
ঈদের দিন তিনি রান্না করেন একটি বিশেষ ডিশ। সেটা সেমাই, পোলাও কিংবা বিরিয়ানি নয়, একটি স্প্রেড ডিশ। নামটা বেশ অদ্ভুত ‘জামাই রাজা বাদ্য বাজা’। জয়া নাকি এই একটি রান্নাই পারেন! কেমন খেতে এটা? তাঁর উত্তর, ‘অ্যামেজিং খেতে।’
ঈদ উপলক্ষে নানা প্রতিষ্ঠান, সহকর্মী ও কাছের মানুষদের কাছ থেকে অনেক উপহার পান জয়া আহসান। ফলে আলাদা করে আর কেনাকাটা কিছু করতে হয় না। এবার ঈদে কোনো পোশাক কেনেননি জয়া। তবে হ্যাঁ, ঘর সাজাবার কিছু জিনিসপত্র কিনেছেন ঈদ উপলক্ষে।
কথায় কথায় আসে ছোটবেলার ঈদের প্রসঙ্গ। জয়া জানান, দারুণ ঈদ কাটত তাঁর ছোটবেলায়। ঈদের দিন সকালে প্রথমে নানুর বাসায় যেতেন। নানু-নানাকে সালাম করে দিন শুরু হতো।
জয়া বলেন, ‘দুই বোন এক ভাই আমরা। আমরা দুই বোন সব সময় একই রকম কাপড় পরতাম। একই রকম ব্যাগ নিতাম। আর একটু মেকআপ করার পারমিশন ছিল ছোটবেলায়। ঈদে যে সালামি পেতাম, সেটা নানুর কাছে রাখতাম। কারণ, উনি ছিলেন আমাদের ব্যাংক। এখন নানু নেই। কিন্তু আমাদের এখনো ঈদ শুরু হয় উনার কবর জিয়ারত করে।’
জয়া আহসানের ঈদের বিশেষ স্মৃতি, সেটাও ছোটবেলার। ঈদের সময় শহরজুড়ে লাইটিং হতো। ঈদের দিন রাতে কিংবা পরদিন তাঁর সব কাজিনকে গাড়িতে ওঠাতেন। মামার সঙ্গে একটা গাড়িতে পনেরো-ষোল জন কচিকাঁচার দল রওনা হতো আলো ঝলমল শহর দেখতে। ওই দিনগুলো খুবই মিস করেন জয়া।
জয়া আহসান জানালেন, এবার ঈদে তাঁর সব প্ল্যান ‘জিম্মি’কে ঘিরে। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এটা জয়া অভিনীত প্রথম সিরিজ। এই ঈদের ছুটিতে সবাইকে জিম্মি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
স্টুডিও জিবলি-ঝড়ের এই সময়ে দেখে নিতে পারেন তাদের তৈরি অ্যানিমেশন সিনেমা। এখানে রইল স্টুডিও জিবলির আলোচিত ১০টি সিনেমার নাম ও গল্পসংক্ষেপ। তালিকাটি করেছে রটেন টমেটোস।
১৬ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
১৯ ঘণ্টা আগে১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে খুন হয় তারই মেয়ে সহপাঠী। তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সিরিজের মূল উদ্দেশ্য তদন্ত কিংবা জিজ্ঞাসাবাদ নয়। অ্যাডোলেসেন্স বরং ঢুকতে চেয়েছে যে খুন করেছে, সেই কিশোরের মনস্তত্বে।
২১ ঘণ্টা আগেঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
২ দিন আগে