Ajker Patrika

‘পঁচিশ’ নিয়ে আসছেন সুনেরাহ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩: ০৭
Thumbnail image

না, ২৫ তাঁর বয়স নয়! ২৫তম কাজও নয়! সুনেরাহ বিনতে কামাল অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘পঁচিশ’। এই সময়ের সম্ভাবনাময় মুখ সুনেরাহ। প্রথম ছবি ‘ন ডরাই’–এ অভিনয় করেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় ছবির ঘোষণাও এসেছে তাঁর, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’।

ইদানীং একটি প্রসাধনীর বিজ্ঞাপন দিয়েও বেশ আলোচনায় সুনেরাহ। এর মাঝেই নতুন কাজের খবর—‘পঁচিশ’। আট পর্বের ওয়েব সিরিজ। বানিয়েছেন মাহমুদ দিদার। গল্প লিখেছেন কামরুন্নেসা মীরা। দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।

সুনেরাহ বিনতে কামালকেমন হবে ‘পঁচিশ’? নির্মাতা জানাচ্ছেন, এই শহরে বেড়ে ওঠা দুই কিশোর–কিশোরীর গল্প এটি। চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা–মিথ্যা তাদের জটিলতার মধ্যে ফেলে দেয়। তবে একসময় তারাই হয়ে ওঠে সবকিছুর নিয়ন্ত্রক।

‘পঁচিশ’ যেমন সুনেরাহর প্রথম ওয়েব সিরিজ, নির্মাতা মাহমুদ দিদারেরও প্রথম। প্রশংসিত এই নির্মাতা শুরুর দিকে টিভি নাটক বানাতেন। সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’ দিয়ে ছবি বানানো শুরু দিদারের। তবে ছবি মুক্তির আগেই ওয়েবে অভিষেক হচ্ছে তাঁর।

সুনেরাহ বিনতে কামাল‘পঁচিশ’–এর শুটিং করতে গিয়ে বেশ ধকল সহ্য করতে হয়েছে পুরো টিমকে। শুটিং হয়েছে উত্তরা ও আশুলিয়ায় এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে। লোকজনের ভিড়, বৃষ্টি—সব মিলিয়ে ‘এত টাফ শুটিং কখনো করিনি।’ জানাচ্ছেন নির্মাতা।

‘পঁচিশ’–এ দেখা যাবে একঝাঁক তরুণ মুখ। সুনেরাহ ছাড়াও থাকছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন। আগামী ঈদুল আজহায় বিঞ্জে দেখা যাবে ‘পঁচিশ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত