বিনোদন প্রতিবেদক, ঢাকা
না, ২৫ তাঁর বয়স নয়! ২৫তম কাজও নয়! সুনেরাহ বিনতে কামাল অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘পঁচিশ’। এই সময়ের সম্ভাবনাময় মুখ সুনেরাহ। প্রথম ছবি ‘ন ডরাই’–এ অভিনয় করেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় ছবির ঘোষণাও এসেছে তাঁর, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’।
ইদানীং একটি প্রসাধনীর বিজ্ঞাপন দিয়েও বেশ আলোচনায় সুনেরাহ। এর মাঝেই নতুন কাজের খবর—‘পঁচিশ’। আট পর্বের ওয়েব সিরিজ। বানিয়েছেন মাহমুদ দিদার। গল্প লিখেছেন কামরুন্নেসা মীরা। দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
কেমন হবে ‘পঁচিশ’? নির্মাতা জানাচ্ছেন, এই শহরে বেড়ে ওঠা দুই কিশোর–কিশোরীর গল্প এটি। চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা–মিথ্যা তাদের জটিলতার মধ্যে ফেলে দেয়। তবে একসময় তারাই হয়ে ওঠে সবকিছুর নিয়ন্ত্রক।
‘পঁচিশ’ যেমন সুনেরাহর প্রথম ওয়েব সিরিজ, নির্মাতা মাহমুদ দিদারেরও প্রথম। প্রশংসিত এই নির্মাতা শুরুর দিকে টিভি নাটক বানাতেন। সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’ দিয়ে ছবি বানানো শুরু দিদারের। তবে ছবি মুক্তির আগেই ওয়েবে অভিষেক হচ্ছে তাঁর।
‘পঁচিশ’–এর শুটিং করতে গিয়ে বেশ ধকল সহ্য করতে হয়েছে পুরো টিমকে। শুটিং হয়েছে উত্তরা ও আশুলিয়ায় এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে। লোকজনের ভিড়, বৃষ্টি—সব মিলিয়ে ‘এত টাফ শুটিং কখনো করিনি।’ জানাচ্ছেন নির্মাতা।
‘পঁচিশ’–এ দেখা যাবে একঝাঁক তরুণ মুখ। সুনেরাহ ছাড়াও থাকছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন। আগামী ঈদুল আজহায় বিঞ্জে দেখা যাবে ‘পঁচিশ’।
না, ২৫ তাঁর বয়স নয়! ২৫তম কাজও নয়! সুনেরাহ বিনতে কামাল অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘পঁচিশ’। এই সময়ের সম্ভাবনাময় মুখ সুনেরাহ। প্রথম ছবি ‘ন ডরাই’–এ অভিনয় করেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় ছবির ঘোষণাও এসেছে তাঁর, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’।
ইদানীং একটি প্রসাধনীর বিজ্ঞাপন দিয়েও বেশ আলোচনায় সুনেরাহ। এর মাঝেই নতুন কাজের খবর—‘পঁচিশ’। আট পর্বের ওয়েব সিরিজ। বানিয়েছেন মাহমুদ দিদার। গল্প লিখেছেন কামরুন্নেসা মীরা। দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
কেমন হবে ‘পঁচিশ’? নির্মাতা জানাচ্ছেন, এই শহরে বেড়ে ওঠা দুই কিশোর–কিশোরীর গল্প এটি। চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা–মিথ্যা তাদের জটিলতার মধ্যে ফেলে দেয়। তবে একসময় তারাই হয়ে ওঠে সবকিছুর নিয়ন্ত্রক।
‘পঁচিশ’ যেমন সুনেরাহর প্রথম ওয়েব সিরিজ, নির্মাতা মাহমুদ দিদারেরও প্রথম। প্রশংসিত এই নির্মাতা শুরুর দিকে টিভি নাটক বানাতেন। সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’ দিয়ে ছবি বানানো শুরু দিদারের। তবে ছবি মুক্তির আগেই ওয়েবে অভিষেক হচ্ছে তাঁর।
‘পঁচিশ’–এর শুটিং করতে গিয়ে বেশ ধকল সহ্য করতে হয়েছে পুরো টিমকে। শুটিং হয়েছে উত্তরা ও আশুলিয়ায় এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে। লোকজনের ভিড়, বৃষ্টি—সব মিলিয়ে ‘এত টাফ শুটিং কখনো করিনি।’ জানাচ্ছেন নির্মাতা।
‘পঁচিশ’–এ দেখা যাবে একঝাঁক তরুণ মুখ। সুনেরাহ ছাড়াও থাকছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন। আগামী ঈদুল আজহায় বিঞ্জে দেখা যাবে ‘পঁচিশ’।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩৫ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে