বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্বোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান ‘অবাস্তব’ মুক্তির ঘোষণা দিয়েছে। এর আগে এই অ্যালবামের প্রথম গান ‘অনুভূতি’এক মাস আগে তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রথম গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।তিনি বলেন, ‘গানটি আগামী সপ্তাহের রোববার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সব সময়ের মতো বেশ সময় নিয়ে গানগুলো করে থাকি।
নিজেদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু হয়। রেকর্ডের পর গানটি শুনে আমরা নিজেরা সন্তুষ্ট কিনা সেই বিষয়টি আগে নিশ্চিত করি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই। এ অ্যালবামের প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবার ভালো লাগবে।’
এর পরের মাসেই আর্বোভাইরাস এই অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নিয়ে শেরীফ আরও জানান, ‘আমাদের এই অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ গত মার্চে আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এবার ‘অবাস্তব’ শিরোনামে আমাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে।’
আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আই টিউনসসহ বেশ কিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্বোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান ‘অবাস্তব’ মুক্তির ঘোষণা দিয়েছে। এর আগে এই অ্যালবামের প্রথম গান ‘অনুভূতি’এক মাস আগে তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রথম গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।তিনি বলেন, ‘গানটি আগামী সপ্তাহের রোববার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সব সময়ের মতো বেশ সময় নিয়ে গানগুলো করে থাকি।
নিজেদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু হয়। রেকর্ডের পর গানটি শুনে আমরা নিজেরা সন্তুষ্ট কিনা সেই বিষয়টি আগে নিশ্চিত করি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই। এ অ্যালবামের প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবার ভালো লাগবে।’
এর পরের মাসেই আর্বোভাইরাস এই অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নিয়ে শেরীফ আরও জানান, ‘আমাদের এই অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ গত মার্চে আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এবার ‘অবাস্তব’ শিরোনামে আমাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে।’
আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আই টিউনসসহ বেশ কিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।
আগামী ৩ আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস। এই উপলক্ষে নতুন দ্বৈত কণ্ঠের গান নিয়ে আসছেন সংগীতশিল্পী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। গানের শিরোনাম ‘বন্ধু’।
২ ঘণ্টা আগেএক দশকের বেশি সময় আগে সিনেমা থেকে সরে আসা এই অভিনেত্রী ডলি জহুর আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, অনেক সিনেমায় তাঁকে ঠিকমতো দেওয়া হতো না পারিশ্রমিক! এখনো পরিচালকদের কাছে তাঁর পাওনা রয়েছে ৩৪ লাখ টাকা।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। এর আগে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম দুই পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি।
৭ ঘণ্টা আগেসংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’ নামের এই উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিভিন্ন নাট্যদলের নাটক।
৮ ঘণ্টা আগে