মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ইতিমধ্যেই গানের লড়াই বেশ জমে উঠেছে। এই ধারাবাহিকতায় শুক্রবার (৪ মার্চ) সেরা-৮ প্রতিযোগী কণ্ঠে তুলে নেবেন বাংলাদেশের লোক গান। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন বাউল শিল্পী শফি মন্ডল। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বাউল গানের সাধনা ও প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে।
বিচারকদের সামনে গান পরিবেশন করবেন স্কয়ার পরিবারের মুমু, মুসা, জুঁই, জয়প্রকাশ, সুকান্ত, আরিফুল, কবির, হৃদয়। এই পর্বে সন্ধান মিলবে বাউল সাধক উকিল মুন্সীর পরিবারের একজন সদস্যের। শফি মন্ডল এর আগে বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র মূল বিচারক ছিলেন।
‘স্কয়ার সুরের সেরা’য় অতিথি বিচারকের দায়িত্ব পালন করার পর শফি মণ্ডল বলেন, ‘অসাধারণ উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানের পেছনের কর্মকর্তারা। কারণ মাটির গান ভালোবাসে এমন কিছু দুর্দান্ত শিল্পীর প্রতিভা এই প্রতিযোগিতা না হলে সুপ্তই থেকে যেত। আশা করা যায়, এই প্রতিযোগিতা শেষ হবার পর দেশ গুণী কিছু শিল্পী পাবে।’
‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালক মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’।
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ইতিমধ্যেই গানের লড়াই বেশ জমে উঠেছে। এই ধারাবাহিকতায় শুক্রবার (৪ মার্চ) সেরা-৮ প্রতিযোগী কণ্ঠে তুলে নেবেন বাংলাদেশের লোক গান। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন বাউল শিল্পী শফি মন্ডল। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বাউল গানের সাধনা ও প্রচার করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে।
বিচারকদের সামনে গান পরিবেশন করবেন স্কয়ার পরিবারের মুমু, মুসা, জুঁই, জয়প্রকাশ, সুকান্ত, আরিফুল, কবির, হৃদয়। এই পর্বে সন্ধান মিলবে বাউল সাধক উকিল মুন্সীর পরিবারের একজন সদস্যের। শফি মন্ডল এর আগে বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র মূল বিচারক ছিলেন।
‘স্কয়ার সুরের সেরা’য় অতিথি বিচারকের দায়িত্ব পালন করার পর শফি মণ্ডল বলেন, ‘অসাধারণ উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানের পেছনের কর্মকর্তারা। কারণ মাটির গান ভালোবাসে এমন কিছু দুর্দান্ত শিল্পীর প্রতিভা এই প্রতিযোগিতা না হলে সুপ্তই থেকে যেত। আশা করা যায়, এই প্রতিযোগিতা শেষ হবার পর দেশ গুণী কিছু শিল্পী পাবে।’
‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালক মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
৩ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
৩ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
৩ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
৩ ঘণ্টা আগে