Ajker Patrika

শহরে ফিরল কনসার্ট

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৫: ২০
শহরে ফিরল কনসার্ট


দীর্ঘদিন বন্ধ ছিল কনসার্ট। ময়দানভর্তি দর্শক সামনে নিয়ে শিল্পীরা গাইছেন—এমন দৃশ্য বহুদিন ধরে অনুপস্থিত ছিল দেশের সংগীতাঙ্গনে। করোনাকালীন বিধিনিষেধের পর ফের কনসার্ট শুরু হলো গত শুক্রবার থেকে। ইন্টারন্যাশনাল কফি ডে উপলক্ষে এদিন নেসক্যাফে রাজধানীতে আয়োজন করেছিল ‘কফি কার্নিভ্যাল’।

 কনসার্টে গাইছে ব্যান্ড ‘আর্টসেল’এতে অংশ নিয়েছে ব্যান্ড দল আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, অ্যাভোয়েডরাফা, সাভেজেরি ও এনকোর। হাজারো দর্শকের উপস্থিতিতে ফিরে আসে কনসার্টের পুরোনো সেই দৃশ্য। অনেক দিন কনসার্ট বন্ধ থাকায় শিল্পীরা ঘরবন্দী ছিলেন। শ্রোতাদের সামনে যাওয়ার জন্য অধীর অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে অপেক্ষার অবসান হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত