প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ভারতের সংগীতশিল্পী দর্শন রাওয়াল। আজ গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।
কনসার্টে অংশ নিতে গতকাল ঢাকায় এসে পৌঁছান দর্শন। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক। আয়োজকেরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হবে বেলা ৩টায়। রয়েছে পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান আয়োজকেরা।
২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ভারতের সংগীতশিল্পী দর্শন রাওয়াল। আজ গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।
কনসার্টে অংশ নিতে গতকাল ঢাকায় এসে পৌঁছান দর্শন। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক। আয়োজকেরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হবে বেলা ৩টায়। রয়েছে পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান আয়োজকেরা।
২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
গত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৪ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৪ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৪ ঘণ্টা আগে৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
৪ ঘণ্টা আগে