Ajker Patrika

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন হাবিব

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২: ১৩
সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন হাবিব

ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ হাসপাতালে ছিলেন। সোমবার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, হাবিব এখন অনেকটাই সুস্থ।

গত মাসের শেষ দিকে জ্বর, গায়ে ব্যথা ও খুসখুসে কাশিতে ভুগছিলেন প্রতিভাবান এ গায়ক ও সংগীত পরিচালক। সিটি স্ক্যান করানোর পর প্রতিবেদন আসে, তাঁর ফুসফুসের ৩৫ ভাগ সংক্রমিত। বাবা ফেরদৌস ওয়াহিদের পরামর্শে এ মাসের শুরুতে তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সেখানে হাবিবের করোনা পরীক্ষা করা হয়। ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ফুসফুস সংক্রমণের কারনে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ওই সময় তার চিকিৎসক জানিয়েছিলেন, হাবিব অনেক দুর্বল হয়ে পড়েছেন। তাঁর মাংস পেশিতে ব্যথা রয়েছে। এছাড়া কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দুর্বলতা কাটাতে পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন।

চিকিৎসকের পরামর্শে কয়েকদিন ধরে হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাবিবের বাবা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ দুই দিন আগে জানিয়েছিলেন, হাবিবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন সেভাবে কোনো ধরনের সমস্যা নেই। ফুসফুসের সংক্রমণও কমে এসেছে।

অবশেষে সোমবার চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরলেন হাবিব। এসময় তাঁর বাবা ফেরদৌস ওয়াহিদ সঙ্গে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত