Ajker Patrika

আলম আরা মিনুর সঙ্গে গাইলেন নোলক

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৬: ৫৫
আলম আর মিনু ও নোলক বাবু। ছবি: সংগৃহীত
আলম আর মিনু ও নোলক বাবু। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’

উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।

কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত