প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।
প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১১ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৬ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৮ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
২০ ঘণ্টা আগে