শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’
সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’
নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’
শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’
সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’
নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে