Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় ৯ বছরের মেয়ের মৃত্যু, কেটে ফেলতে হলো র‍্যাপারের পা

সড়ক দুর্ঘটনায় ৯ বছরের মেয়ের মৃত্যু, কেটে ফেলতে হলো র‍্যাপারের পা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার র‍্যাপার শেবেশক্সটের জীবনে শোকের ছায়া। দুর্ঘটনায় নিজের ৯ বছরের কন্যা সন্তানকে হারালেন তিনি। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন এ গায়ক, প্রাণে বেঁচে গেলেও একটি পা কেটে ফেলতে হয়েছে তাঁর।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত শনিবার রাত ১০টা নাগাদ লিম্পোপোর স্মেল্টারস মাইনের কাছে আর ৩৭ রোডে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উলটে যায় শেবেশক্সটের গাড়ি। উত্তর লিম্পোপো প্রদেশে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সিয়ানকোবা র‍্যালি উদ্‌যাপন কনসার্টে পারফর্ম করতে যাচ্ছিলেন তিনি।

অতিরিক্ত চোটে শিল্পীর মেয়ে অনথ্যাটাইলের মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন র‍্যাপার। তিনি এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। দুর্ঘটনাটি আমাকে শারীরিক ও মানুষিকভাবে অনেক আহত করেছে। আমার পা হারানোই যথেষ্ট ছিল, কিন্তু আমার মেয়েকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম না, আমি তোমাকে খুব ভালোবাসি অনথ্যাটাইল।’

দুর্ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লিম্পোপোর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয় প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন গায়ক। গত জানুয়ারিতেও সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল তাঁর গাড়ি। কিন্তু সেভাবে চোট-আঘাত পাননি শেবেশক্সট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত