অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১২ মিনিট আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
১৮ মিনিট আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
২২ মিনিট আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে