বিনোদন প্রতিবেদক, ঢাকা
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১১ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৫ ঘণ্টা আগে