Ajker Patrika

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় জয় শাহরিয়ারের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জয় শাহরিয়ার (বাঁয়ে) ও শহীদ মাহমুদ জঙ্গী। ছবি: জয়ের সৌজন্যে
জয় শাহরিয়ার (বাঁয়ে) ও শহীদ মাহমুদ জঙ্গী। ছবি: জয়ের সৌজন্যে

দুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুটি গানে সুর করেছিলেন জয় শাহরিয়ার। অন্য শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশ করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে দুটি গানেই কণ্ঠ দেন তিনি। সেই দুই গানের একটি সম্প্রতি প্রকাশ করলেন জয়। গানের শিরোনাম ‘কিছুই বদলায় না’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গানটিতে গিটার বাজিয়েছেন অন্তু দাশ, বেজ গিটারে তানিম হাসান, কি-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘প্রায় পাঁচ দশক ধরে গান লিখছি। এই প্রজন্মের সঙ্গে গানের মাধ্যমে যে মিথস্ক্রিয়া, তা আমি উপভোগ করি। জয়ের সুর ও কণ্ঠ ভালো লেগেছে এই গানে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

জয় শাহরিয়ার বলেন, ‘জঙ্গী ভাইয়ের লেখা আমার খুব পছন্দ। যাঁদের সৃষ্টি শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য। আমি চেষ্টা করেছি। আশা করি যাঁরা শুনবেন তাঁদের ভালো লাগবে সহজ কথায় জীবনবোধের এই গান।’

গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত