অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।
অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৬ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে