বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।
নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’
কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’
নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’
উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।
বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।
নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’
কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’
নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’
উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১০ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১১ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৪ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৪ ঘণ্টা আগে