বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।
নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’
কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’
নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’
উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।
বিশ্বের অন্যতম বড় সংগীতের আয়োজন কোচেলা ভ্যালি মিউজিক্যাল অ্যান্ড আর্টস কনসার্টের এবারের আসরে পারফর্ম করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় র্যাপার এপি ধিল্লোঁ। পারফরমেন্সের কারণে যেখানে আলোচনায় থাকার কথা, উল্টো সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরম্যান্স শেষে কোনো কারণ ছাড়াই নিজের গিটার আছড়ে ভেঙে ফেলেন এই গায়ক। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন উপস্থিত দর্শক।
নেটিজেনরাও বিরক্ত এপির এ রকম কাণ্ড দেখে। তাঁর জনপ্রিয় গান ‘ব্রাউন মুণ্ডে’ গাওয়ার পরেই এ কাজ করেন তিনি। আর তারপর সমালোচনার মুখে পড়তে হয় র্যাপারকে। এক নেটিজেন লিখেছেন, ‘যা আপনাকে স্টেজ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, তাকে সম্মান করতে শিখুন।’
কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল বিশ্বের অন্যতম সেরা কনসার্ট। সেখানে চলতি বছরে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এপি। গত বছর কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেই প্রসঙ্গ টেনে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এখানেই দিলজিৎ (দোসাঞ্জ) অন্যদের থেকে আলাদা। আপনি কি মনে করেন এই সব দেখতে খুব ভালো লাগে? নিজেকে ‘‘কুল’’ প্রমাণ করতে চান?’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘গিটার ভাঙলেন কোন সাহসে? এটা করা আপনার একেবারেই উচিত হয়নি।’
নেটিজেনদের সুরেই ভারতীয় গায়ক রাহুল বৈদ্য সমালোচনা শাণিয়ে বলেছেন, ‘আনফরচুনেট বিহেভিয়র। স্টেজ ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খেয়াল রাখা আমাদের সংস্কৃতি। আর এই পাঞ্জাবি গায়ক ওয়েস্টার্ন স্টাইল নকল করে স্টেজে গিটার ভাঙছেন। দুঃখজনক। ভাই এপি, নিজের শিকড় ভুলে যেও না।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এপি। কোচেলার অফিশিয়াল হ্যান্ডেলে এপির ভিডিও পোস্ট করে অবশ্য লেখা হয়, ‘ইটস আ স্ম্যাশ।’
উল্লেখ্য, এপি ধিল্লোঁ বা অমৃতপাল সিং ধিল্লোঁ ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় গায়ক-র্যাপার। তাঁর পাঁচটি গান সারা বিশ্বে সেরা জনপ্রিয় গানের তালিকায় রয়েছে।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৫ ঘণ্টা আগে