বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০ টায় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়, কয়েক ঘণ্টার মধ্যে সেটা মুছেও ফেলা হয়। ভিডিওতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। আপলোডের পর ভিডিওটি নিয়ে অনেকে নানা ধরনের কমেন্ট করতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তাসনিয়া ফারিনও তাঁর প্রোফাইলে পোস্টে লেখেন, ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’
গত দুইদিন এ বিষয়ে তাহসান বা ফারিণ কোনো মন্তব্য করেননি। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সন্মেলন করে তাঁরা জানান, তাঁরা দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই লাইভ হয়ে যায় তাহসানের ফোন থেকে। তাঁরা সুস্থ আছেন, ভালো আছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আপনারা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি। কী ঘটেছিল সেটা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজ আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। একটি কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘আপনারা যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম।’
গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০ টায় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়, কয়েক ঘণ্টার মধ্যে সেটা মুছেও ফেলা হয়। ভিডিওতে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। আপলোডের পর ভিডিওটি নিয়ে অনেকে নানা ধরনের কমেন্ট করতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তাসনিয়া ফারিনও তাঁর প্রোফাইলে পোস্টে লেখেন, ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’
গত দুইদিন এ বিষয়ে তাহসান বা ফারিণ কোনো মন্তব্য করেননি। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সন্মেলন করে তাঁরা জানান, তাঁরা দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই লাইভ হয়ে যায় তাহসানের ফোন থেকে। তাঁরা সুস্থ আছেন, ভালো আছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আপনারা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি। কী ঘটেছিল সেটা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজ আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। একটি কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘আপনারা যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম।’
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
২ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
২০ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে