Ajker Patrika

কনসার্ট থামিয়ে ম্যাডোনা বললেন, মানুষ এত নিষ্ঠুর হয় কী করে

কনসার্ট থামিয়ে ম্যাডোনা বললেন, মানুষ এত নিষ্ঠুর হয় কী করে

দীর্ঘদিনের অসুস্থতা পেরিয়ে আবার গানে সরব হয়েছেন ‘কুইন অব পপ’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা। ১৪ অক্টোবর লন্ডন থেকে শুরু করেছেন ম্যাডোনা সেলিব্রেশন ট্যুর। শেষ হবে আগামী বছরের এপ্রিলে, মেক্সিকোতে। এ সংগীতসফরের আওতায় ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে ৭৮টি কনসার্টে গাইবেন ম্যাডোনা। সম্প্রতি লন্ডনের ০২ এরিনায় আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎই গান থামিয়ে দেন এই পপগায়িকা। দুঃখভারাক্রান্ত মনে কনসার্টের মাঝেই উদ্বেগ প্রকাশ করলেন ফিলিস্তিন-ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে।

ম্যাডোনা বলেন, ‘এই মুহূর্তে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যা হচ্ছে, তা খুবই হৃদয়বিদারক। সোশ্যাল মিডিয়া খুললেই যেসব বীভৎস ছবি দেখছি, তাতে আমার বমি পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি শিশুদের অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দিচ্ছে। শিশুদের শিরশ্ছেদ করা হচ্ছে। তাদের গুলি করে মারছে। একটা মানুষ কীভাবে আরেকটা মানুষের প্রতি এত নির্মম, এত নিষ্ঠুর হতে পারে! এটা ভাবতেই আমার গা শিউরে উঠছে।’

জন্মস্থান কিংবা ধর্মবিশ্বাসের ভিত্তিতে নয়, শিশুদের পৃথিবীর নাগরিক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ম্যাডোনা। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য পৃথিবীর সবাই দায়ী। ওয়াহিদা আল ফাইয়ুম নামে ছয় বছর বয়সী এক শিশুর কথা বলেছেন গায়িকা, যাকে কয়েক দিন আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের এই চলমান পরিস্থিতিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন ম্যাডোনা। এই অন্ধকার সময়ে মানবতা ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভক্তদের উদ্দেশে ম্যাডোনা‌ বলেন, ‘আমরা সবাই মোমবাতির মতো। পৃথিবীতে আলো আনতে পারি আমরা। যদি আমরা পর্যাপ্ত সচেতনতা তৈরি করতে পারি, তাহলে উদারতা ও একতা বাড়বে। কোনো রাজনীতিবিদ, কোনো আইন, কোনো নিষেধাজ্ঞা কোনো ভূমিকে কেড়ে নিতে পারে না। আমরা নিজেরাই সচেতন হয়ে পৃথিবীকে বদলে দিতে পারি।’

কনসার্টে ম্যাডোনার দেওয়া এই বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই যুদ্ধ পরিস্থিতিতে একজন শিল্পী হিসেবে সঠিক কথা বলার জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। ম্যাডোনা ছাড়াও গাল গাদত, ক্রিস জেনার, কোর্টনি কার্দাসিয়ান, নাটালি পোর্টম্যান, আর্নল্ড শোয়ার্জেনেগারসহ অনেক জনপ্রিয় তারকা ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত